সদর হাসপাতালের ডোবায় মিলল রোগীর মরদেহ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২২, ১৫: ০৮
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৫: ৫১

নোয়াখালী সদর হাসপাতালের কোয়ার্টারের পেছনের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় নজরুল ইসলাম পলাশ (৪২) নামের এক অসুস্থ রোগীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে হাসপাতালের ওয়ার্ড থেকে নিখোঁজ হন ওই রোগী।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নজরুল ইসলাম পলাশ জেলার কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 

নিহতের স্ত্রী আয়েশা বেগম জানান, গত মঙ্গলবার সকালে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে তাঁর স্বামীকে নোয়াখালী সদর হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডের বি-২ বেডে ভর্তি করা হয়। ভর্তির পর থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত তিনি বেডে চিকিৎসাধীন ছিলেন। সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক একটি ওষুধ লিখে দিলে ৭টার দিকে হাসপাতালের সামনে ওষুধটি আনতে যান তিনি। ওষুধ নিয়ে ফিরে এসে তিনি তাঁর স্বামীকে বেডে পাননি। 

আয়েশা বেগম বলেন, ‘রাতে হাসপাতালের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ দুপুরে কোয়ার্টারের লোকজনের মাধ্যমে জানতে পারি একটি মরদেহ পাওয়া গেছে। পরে সেখানে গিয়ে লাশটি পলাশের বলে শনাক্ত করি।’ 

সুধারাম মডেল থানার ওসি সাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, লোকজনের অজান্তে হাসপাতাল থেকে বের হয়ে ডোবার পাশে গিয়ে সেখানে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত