চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ২১: ৩৫
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ২২: ৪৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মামলায় ছাত্রদলের এক নেতাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. তানভীর আলম প্রকাশ রানাকে (২৭) আজ বুধবার সকালে ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. নাছির উদ্দিন ভূঁঞা আজকের পত্রিকাকে বলেন, গত ৩০ অক্টোবর মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার আসামি রানা। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফকিরহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি মো. রানা পালানোর সময় পিছু ধাওয়া করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত