চট্টগ্রাম-৮ উপনির্বাচন: ২৩ কেন্দ্রের ফলাফলে নৌকা ৫৯৯৮, মোমবাতি ৩৬৭

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩, ১৮: ৪০
আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৯: ৪৫

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে ২৩ কেন্দ্রের ফলাফলে নৌকা প্রার্থী নোমান আল মাহমুদ ৫ হাজার ৯৯৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ মোমবাতি প্রতীকে পেয়েছেন ৩৬৭ ভোট। চেয়ার প্রতীকে ফরিদ উদ্দিন ১৭৪, আম প্রতীকে কামাল পাশা ১০১ ও একতারা প্রতীকে রমজান আলী ৪৩ ভোট পেয়েছেন।

আজ বৃহস্পতিবার নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে বাংলাদেশ নির্বাচন কমিশন কেন্দ্রে এ ফলাফল জানানো হয়। এর আগে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ১৯০ কেন্দ্রে ভোট গ্রহণ চলে। নির্বাচনে ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২। 

নির্বাচনে মোট প্রার্থী পাঁচজন। তাঁরা হলে আওয়ামী লীগের নোমান আল মাহমুদ, ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ, ইসলামিক ফ্রন্টের এস এম ফরিদ উদ্দীন, ন্যাশনাল পিপলস পার্টির কামাল পাশা ও স্বতন্ত্র প্রার্থী রমজান আলী। মনোনয়নপত্র বাছাইয়ের সময় কামাল ও রমজান আলীর প্রার্থিতা বাতিল হয়। পরে আপিল করে দুজন মনোনয়নপত্র ফেরত পান।

ভোট গ্রহণ শেষে এখন চলছে ফল ঘোষণার কার্যক্রমনির্বাচনে ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এ ছাড়া দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও দায়িত্বে রয়েছেন। এ ছাড়া পুলিশের পাশাপাশি র‍্যাবের ছয়টি ও পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। 

গত ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়। এর আগে, ২০২০ সালে মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। সেবার উপনির্বাচনে মোছলেম উদ্দিন আহমদ সংসদ সদস্য নির্বাচিত হন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত