Ajker Patrika

বিয়ের জন্য চাপ দেওয়ায় নারী সহকর্মীকে গলা টিপে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
গ্রেপ্তার নয়ন বড়ুয়া ও নিহত জোৎস্না বেগম। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার নয়ন বড়ুয়া ও নিহত জোৎস্না বেগম। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকার ফ্লাইওভারের নিচ থেকে তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের তদন্ত ব্যুরো (পিবিআই)। তাঁর নাম নয়ন বড়ুয়া (২৯)।

পিবিআই বলছে, নিহত জোৎস্না বেগম (২৭) নামের ওই তরুণী ও গ্রেপ্তার নয়ন একই পোশাক কারখানায় চাকরি করতেন। সেখানে পরচিয়সূত্রে তাঁদের বন্ধুত্ব হয়। নয়ন বিবাহিত। বন্ধুত্বের একপর্যায়ে নয়ন ও জোৎস্না বাসাভাড়া নিয়ে থাকতে শুরু করেন। একপর্যায়ে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে তাঁকে গলা টিপে হত্যা করেন নয়ন।

আজ সোমবার দুপুরে নগরের পাহাড়তলী বার কোয়ার্টারসংলগ্ন পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশের তদন্ত সংস্থা এসব তথ্য জানিয়েছে। গ্রেপ্তার নয়ন বড়ুয়া রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা এলাকার জয় কুমার বাড়ির মিলন বড়ুয়ার ছেলে। তিনি শিল্প গ্রুপ কেডিএস গার্মেন্টেসের একজন সুপারভাইজার।

হত্যার শিকার জোৎস্না বেগম একই পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তাঁর বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার নলুয়ারচর গ্রামে।

গত শনিবার সন্ধ্যায় নগরীর খুলশী থানার লালখান বাজারে ফ্লাইওভারের নিচ থেকে বস্তাবন্দী অবস্থায় জোৎস্না বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। পর দিন রোববার সকালে নগরের খুলশী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন তাঁর বড় বোন তৈয়বা বেগম। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই। ওই দিন বিকেলে অভিযুক্ত নয়ন বড়ুয়াকে নগরের চান্দগাঁও মোহরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে পিবিআই চট্টমেট্রোর পুলিশ সুপার (এসপি) নাইমা সুলতানা বলেন, নিহত জোৎস্না বেগম ও আসামি নয়ন বড়ুয়া দুজন চট্টগ্রাম কাপ্তাই রাস্তার মাথায় কেডিএস গার্মেন্টসে চাকরি করতেন। কর্মস্থলে পরিচয়সূত্রে তাঁরা প্রেমের সম্পর্কে জড়িয়ে যান। গত ফেব্রুয়ারিতে নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া করে থাকতে শুরু করেন। একপর্যায়ে ওই নারী নয়ন বড়ুয়াকে ধর্মান্তরিত হয়ে বিয়ে করার জন্য চাপ দিলে নয়ন বড়ুয়া তাতে অস্বীকৃতি জানান।

এসপি নাইমা সুলতানা বলেন, গত শনিবার সকালে অনৈতিক সম্পর্কের পর বিয়ের বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে নয়ন উত্তেজিত হয়ে জোৎস্নাকে গলা টিপে হত্যা করেন। পরে তাঁর লাশ কম্বল মুড়িয়ে একটি প্লাস্টিকের বস্তায় ভরেন নয়ন। ইপিজেডের বাসা থেকে বস্তায় ভরা লাশ রিকশা ও অটোরিকশা করে লালখান বাজারের ফ্লাইওভারের নিচে রেখে পালিয়ে যান তিনি। অভিযুক্ত নয়ন বড়ুয়া বিবাহিত। সন্তানসহ তাঁর স্ত্রী রাউজানে গ্রামের বাড়িতে থাকেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. মোস্তাফিজুর বলেন, চট্টগ্রাম মহানগর চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে আসামি নয়ন বড়ুয়া হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে তাঁকে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ নয়নকে কারাগারে পাঠিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুকে প্রেস সচিব

আকরামদের প্রথম খবর দেওয়া হয়েছিল, তামিম আর নেই

ভারতকে ভয়ংকর মাদক ফেন্টানিলের কাঁচামাল সরবরাহকারী বলল তুলসী গ্যাবার্ডের দপ্তর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত