জুরাছড়ি শাপলা বিল ডাকছে পর্যটকদের

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
Thumbnail image

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় শাপলা বিল পর্যটকদের জন্য নতুন আকর্ষণ। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে এখানে ভীড় জমাচ্ছেন পর্যটকেরা। সকালে মেঘের মিতালী আর বিলের পানিতে লাল সাদা শাপলার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন সবাই।

যেভাবে যাবেন শাপলা বিলে 
রাঙামাটি শহরের রিজার্ভ বাজার লঞ্চ ঘাট থেকে টেম্পু বোটে করে যাওয়া যাবে জুরাছরির শাপলা বিলে। টেম্পুবোট রিজার্ভ নিলে ভাড়া গুণতে হবে আড়াই থেকে তিন হাজার টাকা। তবে সকালে মাত্র ১২০ টাকা ভাড়াতেই লঞ্চে করে সরাসরি আসা সম্ভব। সাড়ে ৭টায় যাত্রা শুরু করে ১০টার মধ্যে সেখান পৌঁছানো সম্ভব। জেলা শহরের শিল্পকলা একাডেমি থেকে স্পিড বোটে করেও যাওয়া যায়। তাতে জনপ্রতি ভাড়া পড়বে ৫০০ টাকা। স্পিডবোট রিজার্ভ নিতে চাইলে যাওয়া-আসার ভাড়া ৬ হাজার টাকা। লঞ্চের মতো স্পিড বোটও একই সময় যাওয়াআসা করে।

থাকবেন কোথায়  
জুরাছুড়িতে রাত্রিযাপনের জন্য আবাসিক হোটেল নেই। তবে জেলা পরিষদের বিশ্রামাগারে কিছুসংখ্যক কক্ষ রয়েছে। সেগুলো খুব কমই খালি থাকে। তাই বিশ্রামাগারে থাকতে চাইলে আগে থেকে তত্ত্বাবধায়ক চয়ন কান্তি চাকমাকে 01557-227401 নম্বরে ফোন করে বুকিং দিতে হবে।

 কোথায় খাবেন  
উপজেলার ভালো মানের রেস্তোরাঁ নেই। ‘আলীর হোটেল’ নামে মাঝারি মানে রেস্তোরাঁ থেকে খাবার পেতে চাইলে 01552-693526 নম্বরে ফোন দিয়ে বলে রাখতে হবে। আর পাহাড়িদের খাবারের জন্য বিশ্রামাগারের চয়ন কান্তি সহায়তা করতে পারে। 

বিলে ভ্রমণের নৌকা 
বিলের কাছে সাপছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশাপূর্ন চাকমার বাড়ি। তার একটি নিজের নৌকা রয়েছে। তার কাছে সহযোগিতা চাইলে নৌকা পাওয়া সম্ভব।

 জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ বলেন, দর্শনার্থী পর্যটকদের নিরাপত্তায় প্রশাসন নিরাপত্তা জোরদার করা হয়েছে। পর্যটকদের যাতে কোনো ভোগান্তি পোহাতে না হয় সে দিকেও নজর রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত