নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিদেশি স্ত্রী এমা ক্লেয়ারকে সঙ্গে নিয়ে কেন্দ্রে এসে ভোট দিলেন চট্টগ্রাম-৯ আসনের নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আজ রোববার সকাল ৯টা ৮ মিনিটে চট্টগ্রাম নগরীর মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে তাঁরা ভোট দেন।
এর আগে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার অমিত প্রান্ত বলেন, নওফেল সকাল ৯টায় সস্ত্রীক কেন্দ্রে আসেন। এরপর তিনি পুরুষ ভোটকেন্দ্রের সারিতে দাঁড়ান। তাঁর স্ত্রী এমা দাঁড়ান মহিলা ভোটকেন্দ্রের সারিতে। ৯টা ৮ মিনিটে নওফেল একটি বুথে গিয়ে নিজের ভোট দেন। তাঁর ভোটার নম্বর ৩১৩৬। তাঁর স্ত্রী এমা মহিলা ৫ নম্বর বুথে গিয়ে ভোট দেন। এমার ভোটার নম্বর ১৮৩৩।
আজকের পত্রিকাকে প্রিসাইডিং অফিসার বলেন, ভোটারদের উপস্থিতি মোটামুটি ভালো। ভোট গ্রহণ শুরুর পর আধা ঘণ্টায় ৩০টি ভোট কাস্ট হয়েছে। এই কেন্দ্রে পুরুষ ভোটার ৩ হাজার ২১৬ ও মহিলা ভোটার রয়েছেন ১ হাজার ৯৬৩ জন।
চট্টগ্রামে বহদ্দারহাট, চকবাজার, কোতোয়ালি এলাকাসহ বিভিন্ন ভোটকেন্দ্রেও নির্ধারিত সময়ে ভোট গ্রহণ চলছে। ভোট ঘিরে শহরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দোকানপাট বন্ধ থাকার পাশাপাশি রাস্তায় লোকজনের উপস্থিতি কম। শহরের রাস্তায় রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল রয়েছে। এর মধ্যে
চান্দগাঁও সিঅ্যান্ডবি এলাকার বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে থেমে থেমে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।
চট্টগ্রামে ১৬ আসনের জেলা ও মহানগর মিলে এবার মোট ভোটার ৬৩ লাখ ৭ হাজার ৯৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৮৩ হাজার ২৫৫ জন এবং মহিলা ভোটার ৩০ লাখ ২৪ হাজার ৬৮৪ জন। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৫৬ জন। ১৬ আসনে ভোটকেন্দ্র ২ হাজার ২২টি এবং বুথের সংখ্যা ১৩ হাজার ৭৪১টি।
বিদেশি স্ত্রী এমা ক্লেয়ারকে সঙ্গে নিয়ে কেন্দ্রে এসে ভোট দিলেন চট্টগ্রাম-৯ আসনের নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আজ রোববার সকাল ৯টা ৮ মিনিটে চট্টগ্রাম নগরীর মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে তাঁরা ভোট দেন।
এর আগে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার অমিত প্রান্ত বলেন, নওফেল সকাল ৯টায় সস্ত্রীক কেন্দ্রে আসেন। এরপর তিনি পুরুষ ভোটকেন্দ্রের সারিতে দাঁড়ান। তাঁর স্ত্রী এমা দাঁড়ান মহিলা ভোটকেন্দ্রের সারিতে। ৯টা ৮ মিনিটে নওফেল একটি বুথে গিয়ে নিজের ভোট দেন। তাঁর ভোটার নম্বর ৩১৩৬। তাঁর স্ত্রী এমা মহিলা ৫ নম্বর বুথে গিয়ে ভোট দেন। এমার ভোটার নম্বর ১৮৩৩।
আজকের পত্রিকাকে প্রিসাইডিং অফিসার বলেন, ভোটারদের উপস্থিতি মোটামুটি ভালো। ভোট গ্রহণ শুরুর পর আধা ঘণ্টায় ৩০টি ভোট কাস্ট হয়েছে। এই কেন্দ্রে পুরুষ ভোটার ৩ হাজার ২১৬ ও মহিলা ভোটার রয়েছেন ১ হাজার ৯৬৩ জন।
চট্টগ্রামে বহদ্দারহাট, চকবাজার, কোতোয়ালি এলাকাসহ বিভিন্ন ভোটকেন্দ্রেও নির্ধারিত সময়ে ভোট গ্রহণ চলছে। ভোট ঘিরে শহরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দোকানপাট বন্ধ থাকার পাশাপাশি রাস্তায় লোকজনের উপস্থিতি কম। শহরের রাস্তায় রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল রয়েছে। এর মধ্যে
চান্দগাঁও সিঅ্যান্ডবি এলাকার বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে থেমে থেমে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।
চট্টগ্রামে ১৬ আসনের জেলা ও মহানগর মিলে এবার মোট ভোটার ৬৩ লাখ ৭ হাজার ৯৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৮৩ হাজার ২৫৫ জন এবং মহিলা ভোটার ৩০ লাখ ২৪ হাজার ৬৮৪ জন। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৫৬ জন। ১৬ আসনে ভোটকেন্দ্র ২ হাজার ২২টি এবং বুথের সংখ্যা ১৩ হাজার ৭৪১টি।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৩ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৪ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৪ ঘণ্টা আগে