Ajker Patrika

পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারীদের স্বাভাবিক জীবনে আসার আহ্বান উপদেষ্টা সাখাওয়াতের

বান্দরবান প্রতিনিধি
বান্দরবান পরিদর্শনে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: আজকের পত্রিকা
বান্দরবান পরিদর্শনে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: আজকের পত্রিকা

পার্বত্য জেলায় পাহাড়ের গহিনে লুকিয়ে থেকে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে, তাদের স্বাভাবিক জীবনে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আজ শুক্রবার দুপুরে বান্দরবান জেলা শহরের বৌদ্ধ অনাথালয় পরিদর্শন শেষে তিনি এমন মন্তব্য করেন।

সাখাওয়াত হোসেন বলেন, ‘বিপথে গিয়ে পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে অতীতে কোনো লাভ হয়নি এবং ভবিষ্যতেও হবে না। সমস্যার মূল খুঁজে এর সমাধান করতে হবে। এই দেশ সবার; তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের কাজ করতে হবে।’

এ সময় বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের সভাপতি পঞানন্দ মহাথের, সমাজসেবা বিভাগের উপপরিচালক মিলটন মহুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে সড়কপথে ড. এম সাখাওয়াত হোসেন বান্দরবান পৌঁছে সদরের বৌদ্ধ অনাথালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসা ভাড়ার টাকা নেই, অফিসের টয়লেটেই থাকছেন চীনা তরুণী

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

কোম্পানি দেউলিয়া, দেড় কোটি মানুষের ডিএনএ ডেটার এখন কী হবে

ঈদের নামাজের মধ্যে ইমামকে হত্যাচেষ্টা, চাপাতিসহ যুবক আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত