আদিবাসীর ওপর হামলা–লুটপাট জাতিসংঘের মাধ্যমে তদন্তের দাবি 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ২১: ৩৩
Thumbnail image

পার্বত্য চট্টগ্রামে আদিবাসী জনগোষ্ঠীর ওপর হামলা, হত্যা, ঘর-বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান লুট, প্যাগোডায় অগ্নিসংযোগসহ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড জাতিসংঘের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছে পাঁচটি সংগঠন। 

আজ শনিবার নগরীর চেরাগি পাহাড় মোড়ে বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানানো হয়। এর আগে একটি মিছিল নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, মহিলা ঐক্য পরিষদ, শিক্ষক ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ যৌথভাবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। 

সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে মামলা দায়েরের সংস্কৃতিতে অ্যাডভোকেট রানা দাশগুপ্তসহ মানবাধিকার নেতৃবৃন্দের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে এ দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের কণ্ঠরোধ করা যাবে না। সব মানবাধিকার নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা। 

বক্তারা আরও বলেন, ডিসেম্বরের মধ্যে এসব দাবি পূরণ না হলে অসাম্প্রদায়িক শক্তিকে নিয়ে এ দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও আদিবাসীরা সব অপশক্তির বিরুদ্ধে বৃহত্তর গণ-আন্দোলন গড়ে তুলবে। এ সময় সংঘটিত সব সাম্প্রদায়িক সহিংসতা দ্রুত বন্ধ ও অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। 

প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঐক্য পরিষদের উত্তর জেলা সভাপতি ইন্দু নন্দন দত্ত, দক্ষিণের সভাপতি তাপস হোড়, সহসভাপতি প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, গোবিন্দ প্রসাদ মহাজন, মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সহসভাপতি অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, মহানগর যুব ঐক্য পরিষদ সভাপতি অ্যাডভোকেট রুবেল পাল প্রমুখ। সঞ্চালনা করেন অ্যাডভোকেট প্রদীপ চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত