কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বরুড়া উপজেলার সমেষপুর এলাকার একটি মাদ্রাসার স্টোর রুম থেকে সিয়াম (১১) নামে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার সকালে বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের সমেষপুর মারকাজুল তালিমুওয়াজ তারবিয়াহ কওমি মাদ্রাসার স্টোর রুম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
সে মাদ্রাসাটির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। শিশুটি মাদ্রাসার আবাসিক ভবনেই থাকত।
জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে সিয়ামকে পাওয়া যাচ্ছিল না বলে মাদ্রাসার কর্তৃপক্ষ তার বাবাকে মোবাইল ফোন জানায়। পরে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির জন্য মাইকিং করা হয়। পরে বরুড়া থানায়ও অবগত করা হয়। নিখোঁজের তিন দিন পর আজ সকালে মাদ্রাসার স্টোর রুম থেকে দুর্গন্ধ বের হলে মেঝেতে শিশু সিয়ামের লাশটি পাওয়া যায়।
শিশুটির মামা হেদায়েতুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, মাদ্রাসা থেকে জানানো হয় সিয়ামকে পাওয়া যাচ্ছে না। এরপরেই পরিবারের সবাই সিয়ামকে খোঁজাখুঁজি করে। তিন মাস আগে সিয়ামের খালার সঙ্গে ওই মাদ্রাসার বাবুর্চি জাহাঙ্গীরের বিবাহবিচ্ছেদ হয়।
ধারণা করা হচ্ছে, এর জেরেই সিয়ামকে তিনি মেরে ফেলে চলে যান। যেদিন থেকে সিয়ামে পাওয়া যাচ্ছিল না, সেদিন থেকে বাবুর্চি জাহাঙ্গীর মাদ্রাসা থেকে উধাও হয়ে যান।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটি যে মাদ্রাসায় পড়ত ওই মাদ্রাসার বাবুর্চি জাহাঙ্গীরই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ হচ্ছে। তাকে গ্রেপ্তার করার জন্য আমাদের টিম কাজ করছে। গ্রেপ্তার পর হত্যার মূল রহস্য উদ্ঘাটন হবে বলে মনে করছি।’
কুমিল্লার বরুড়া উপজেলার সমেষপুর এলাকার একটি মাদ্রাসার স্টোর রুম থেকে সিয়াম (১১) নামে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার সকালে বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের সমেষপুর মারকাজুল তালিমুওয়াজ তারবিয়াহ কওমি মাদ্রাসার স্টোর রুম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
সে মাদ্রাসাটির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। শিশুটি মাদ্রাসার আবাসিক ভবনেই থাকত।
জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে সিয়ামকে পাওয়া যাচ্ছিল না বলে মাদ্রাসার কর্তৃপক্ষ তার বাবাকে মোবাইল ফোন জানায়। পরে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির জন্য মাইকিং করা হয়। পরে বরুড়া থানায়ও অবগত করা হয়। নিখোঁজের তিন দিন পর আজ সকালে মাদ্রাসার স্টোর রুম থেকে দুর্গন্ধ বের হলে মেঝেতে শিশু সিয়ামের লাশটি পাওয়া যায়।
শিশুটির মামা হেদায়েতুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, মাদ্রাসা থেকে জানানো হয় সিয়ামকে পাওয়া যাচ্ছে না। এরপরেই পরিবারের সবাই সিয়ামকে খোঁজাখুঁজি করে। তিন মাস আগে সিয়ামের খালার সঙ্গে ওই মাদ্রাসার বাবুর্চি জাহাঙ্গীরের বিবাহবিচ্ছেদ হয়।
ধারণা করা হচ্ছে, এর জেরেই সিয়ামকে তিনি মেরে ফেলে চলে যান। যেদিন থেকে সিয়ামে পাওয়া যাচ্ছিল না, সেদিন থেকে বাবুর্চি জাহাঙ্গীর মাদ্রাসা থেকে উধাও হয়ে যান।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটি যে মাদ্রাসায় পড়ত ওই মাদ্রাসার বাবুর্চি জাহাঙ্গীরই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ হচ্ছে। তাকে গ্রেপ্তার করার জন্য আমাদের টিম কাজ করছে। গ্রেপ্তার পর হত্যার মূল রহস্য উদ্ঘাটন হবে বলে মনে করছি।’
মানিকগঞ্জের দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
২ মিনিট আগেমোস্তফা আমীনসহ আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অনেককে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই–বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
১১ মিনিট আগেফেনীর ছাগলনাইয়ায় প্রাইভেট কারে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার মনুর হাটে বসানো অস্থায়ী চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেসমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নেতিবাচক জেন্ডার ধারণার পরিবর্তন এবং যুব ও যুব-নেতৃত্বাধীন সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জাতীয় পর্যায়ে শুরু হয়েছে সমতায় তারুণ্য প্রকল্প। আজ সোমবার (নভেম্বর ২৫) রাজধানীর গুলশানের
১৭ মিনিট আগে