সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল। সকাল থেকেই মূল ফটক তালাবদ্ধ। ভেতরে কেউ নেই। আজ সকাল ৮টা। বন্ধ ফটকের সামনে চিৎকার করে কাঁদছেন এক নারী। সামনে পড়ে রয়েছে একটি কালো বর্ণের ছাগলের নিথর দেহ।
কথা বলে জানা যায়, মধ্যবয়সী ওই নারীর নাম নার্গিস আক্তার। অসুস্থ গাভীন ছাগলকে নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্য। কিন্তু হাসপাতাল তালাবন্ধ। এখানে হাতের ওপর ছটফট করতে করতে ছাগলটি মারা গেছে। এটিই ছিল তাঁর একমাত্র সম্বল।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল ৮টার দিকে উপজেলা পশু হাসপাতালে আসেন নার্গিস আক্তার। হাসপাতালে ফটক বন্ধ দেখে অস্থির হয়ে একে ওকে জিজ্ঞেস করেন। কিছুক্ষণের মধ্যেই ছাগলটি মারা যায়। মরা ছাগলের সামনে মাটিতে লুটিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করেন তিনি। তাঁর কান্না দেখে জড়ো হয় আশপাশের লোকজন।
স্থানীয় সাংবাদিক শাহাগীর মৃধা বলেন, সরাইল পশু হাসপাতালের সরকারি বেতনভোগী কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসার এমন অবহেলার কারণে প্রায়ই গবাদিপশু মারা যায়।
নার্গিস আক্তারের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি সরাইল বিশ্বরোড এলাকায় লালশালুক নামক একটি হোটেলে বুয়ার কাজ করেন। কাজের পাশাপাশি একটি ছাগল পালন করতে। সেটি সম্প্রতি গর্ভবতী হয়। এটিই ছিল তাঁর একমাত্র সম্বল। সন্তানের মতো লালনপালন করতেন।
হাসপাতাল বন্ধের ব্যাপারে জানতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেনের ফোন নম্বরে বিকেল ৪টায় বেশ কয়েকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল। সকাল থেকেই মূল ফটক তালাবদ্ধ। ভেতরে কেউ নেই। আজ সকাল ৮টা। বন্ধ ফটকের সামনে চিৎকার করে কাঁদছেন এক নারী। সামনে পড়ে রয়েছে একটি কালো বর্ণের ছাগলের নিথর দেহ।
কথা বলে জানা যায়, মধ্যবয়সী ওই নারীর নাম নার্গিস আক্তার। অসুস্থ গাভীন ছাগলকে নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্য। কিন্তু হাসপাতাল তালাবন্ধ। এখানে হাতের ওপর ছটফট করতে করতে ছাগলটি মারা গেছে। এটিই ছিল তাঁর একমাত্র সম্বল।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল ৮টার দিকে উপজেলা পশু হাসপাতালে আসেন নার্গিস আক্তার। হাসপাতালে ফটক বন্ধ দেখে অস্থির হয়ে একে ওকে জিজ্ঞেস করেন। কিছুক্ষণের মধ্যেই ছাগলটি মারা যায়। মরা ছাগলের সামনে মাটিতে লুটিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করেন তিনি। তাঁর কান্না দেখে জড়ো হয় আশপাশের লোকজন।
স্থানীয় সাংবাদিক শাহাগীর মৃধা বলেন, সরাইল পশু হাসপাতালের সরকারি বেতনভোগী কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসার এমন অবহেলার কারণে প্রায়ই গবাদিপশু মারা যায়।
নার্গিস আক্তারের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি সরাইল বিশ্বরোড এলাকায় লালশালুক নামক একটি হোটেলে বুয়ার কাজ করেন। কাজের পাশাপাশি একটি ছাগল পালন করতে। সেটি সম্প্রতি গর্ভবতী হয়। এটিই ছিল তাঁর একমাত্র সম্বল। সন্তানের মতো লালনপালন করতেন।
হাসপাতাল বন্ধের ব্যাপারে জানতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেনের ফোন নম্বরে বিকেল ৪টায় বেশ কয়েকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৩৭ মিনিট আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
১ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
১ ঘণ্টা আগে