Ajker Patrika

সরকারি চাল আত্মসাৎ: চাঁদপুরে ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ২১: ৫৮
সরকারি চাল আত্মসাৎ: চাঁদপুরে ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুরের হাজীগঞ্জে সরকারি প্রকল্পের ৮২ বস্তা চাল বিতরণ না করে অবৈধভাবে নিজেদের হেফাজতে রাখায় ইউপি চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন মামলাটি রেকর্ড করেন। 

আজ মঙ্গলবার দুদক চাঁদপুর কার্যালয় থেকে এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে। 

দুদক সূত্রে জানা গেছে, উপজেলার ১০ নম্বর গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য বরাদ্দকৃত চাল ডিওর মাধ্যমে উত্তোলন করা হয়। কিন্তু ওই সব চাল সুবিধাভোগীদের মধ্যে বিতরণ না করে অবৈধভাবে নিজেদের হেফাজতে রাখেন অভিযুক্তরা। এতে তাঁরা বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পরের সহযোগিতায় ৮২ বস্তা বা ২৪৬০ কেজি চাল (আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার ৩০০ টাকা) আত্মসাৎ করেন। 

এমন অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু (৬০), ইউপি সদস্য আমির মুন্সি (৫০), ইউনিয়নের বাসিন্দা আবুল খায়ের কালু (৬০) ও মো. জাহাঙ্গীর হোসেনের (৫৫) বিরুদ্ধে কমিশনের অনুমোদনক্রমে মামলা দায়ের করা হয়। 

এর আগে ২৪ জুন সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত যৌথভাবে ইউনিয়নের দেশগাঁও গ্রামের মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান চালান। এ সময় আব্দুল মমিন নামে এক ব্যক্তির বসতঘর থেকে সরকারি ২২ বস্তা চাল, আটটি খালি চালের বস্তা ও জাহাঙ্গীর হোসেনের বসতঘর থেকে সরকারি ৬১ বস্তা চাল উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত