কোম্পানীগঞ্জে দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৩, ১৭: ২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে আঘাতে মো. হোসেন (৬৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামপুর এলাকার আবদুল খালেক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন রামপুর ইউনিয়নের জাহিদ হাসান (১৯), মেহেদী হাসান (২১), আহসান উল্যাহ সাজু (২৬), আনোয়ার হোসেন (৬৫) ও মুছাপুর ইউনিয়নের মো. ইসমাইল (৩৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় মোতাহের তার খালাতো ভাই আব্দুল গফুর ও আব্দুর রহমানসহ কয়েক জন অপর পক্ষ আহছান উল্যাহ সাজুদের বাড়িতে গিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এ সময় মোতাহার হোসেনের বাবা মো. হোসেন ঝগড়া থামাতে গিয়ে গুরুতর আহত হন। পরে তাঁর চিকিৎসার জন্য স্থানীয় পল্লী চিকিৎসক আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহত মো. হোসেন দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে আঘাতে মারা গেছেন বলে দাবি করছেন নিহতের পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা করেছে। ৫ আসামিকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে  পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত