যুক্তরাষ্ট্রে গাড়িচাপায় বাংলাদেশি নিহত

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ১৭: ১৭
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৮: ১০

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় ফিরোজ আলম জাহাঙ্গীর (৫৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। জাহাঙ্গীরের মোটরসাইকেলকে একটি দ্রুতগতির গাড়ি চাপা দিলে তিনি নিহত হন বলে জানিয়েছে তাঁর পরিবারের লোকজন।

বাংলাদেশ সময় গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) রাত ১২টার দিকে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ডেলাওয়্যার কাউন্টির ক্রামলিন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জাহাঙ্গীর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছালামত উল্ল্যা মেম্বার বাড়ির জুলফিকার আলীর ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক। 

জাহাঙ্গীরের ছেলে মুসতাক শাহরিয়ার আহমেদ জিদান জানান, দেড় বছর আগে ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্র যান তাঁর বাবা। এর পর থেকে বিভিন্নভাবে কাজের চেষ্টা করেন তিনি। সর্বশেষ সে দেশে ওয়ার্ক পারমিট পাওয়ার পর উবার চালাতেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উবার চালিয়ে মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরতেন।

জিদান আরও জানান, গতকাল গভীর রাতে যুক্তরাষ্ট্র থেকে বাবার এক পরিচিত ব্যক্তির মাধ্যমে তাঁরা দুর্ঘটনার খবর পান। বাবা বাসায় ফেরার সময় তাঁর মোটরসাইকেলকে সেই দেশি একটি দ্রুতগতির গাড়ি চাপা দিলে তাঁর মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। গাড়িচাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। বাবার মৃতদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন জিদান।

জাহাঙ্গীরের চাচাতো ভাই আবদুল করিম পাশা জানান, যুক্তরাষ্ট্রে অ্যাসালাইম কেসের মাধ্যমে ওয়ার্ক পারমিট পাওয়ার পর তিনি উবার ইটসে কাজ করছিলেন। দেশে থাকতে জাহাঙ্গীর কোম্পানীগঞ্জ উপজেলার নূরজাহান আসমত চৌধুরানী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

ভারত ও তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত