দুর্ঘটনার কবলে জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৪: ৫৪
Thumbnail image

রাঙামাটির জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। তবে তিনি গুরুতর আহত হননি। একই দুর্ঘটনায় গুরুতর আহত একজন শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল বুধবার রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে বিশেষ সভায় অংশ নেন ইউএনও। আজ সকালে সেখান থেকে বার্মিজ বোটে কর্মস্থলে ফিরছিলেন। দ্রুতগতির নৌকাটি সেগায়াছড়ি এলাকায় ডুবোচরে উঠে পড়ে। তাতে নৌকা থেকে ছিটকে পড়েন তিনসহ দুজন। এ সময় বোটচালকসহ তিনজন আহত হন। পরে স্থানীয় নৌকাচালকেরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ সময় তাঁর সঙ্গে থাকা শিক্ষক মো. আবু সায়িদ গুরুতর আহত হয়েছেন। তিনি ভুবন জয় সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার সহকারী সার্জন চিকিৎসক মো. দেলোয়ার হোসেন বলেন, ইউএনওকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি কর্মস্থলে ফিরে গেছেন। তাঁর সঙ্গে থাকা শিক্ষক আবু সায়িদ গুরুতর আহত হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।

এ বিষয়ে ইউএনও জিতেন্দ্র কুমার নাথ বলেন, ‘বার্মিজ বোটটি দ্রুতগতিতে চলছিল। কিছু বুঝে ওঠার আগেই এটি হঠাৎ ডুবোচরে উঠে যায়। তাতে আমরা নৌকা থেকে ছিটকে পড়ি।’

উল্লেখ্য, শলক নামের কর্ণফুলীর এই শাখা নদীতে প্রচুর ডুবোচর রয়েছে। যেখানে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। কিন্তু নদী থেকে এসব ডুবোচর অপসারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত