চট্টগ্রাম বিমানবন্দরে ৭৩৩ গ্রাম স্বর্ণসহ অভিনেত্রী আটক

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৫: ১৫
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৭: ৫৫
অভিনেত্রী অনামিকা জুথী ও রায়হান ইকবাল। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভিনেত্রীসহ দুই যাত্রীর কাছ থেকে ৭৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। আজ শনিবার সকালে ৯টা ৫০ মিনিটের দিকে আটক করে চট্টগ্রাম বিমানবন্দর এনএসআই ও শুল্ক গোয়েন্দা বিভাগের দল।

আটক দুই যাত্রী হলেন অভিনেত্রী অনামিকা জুথী ও চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করলে দুই যাত্রীর কাছ থেকে চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইন সদৃশ নিখাদ স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ৬৮ লাখ ৯৬ হাজার টাকা। অনামিকা জুথী তাঁর দুই হাতে চুড়িগুলো স্কচ টেপ দিয়ে আটকিয়ে এবং চেইনগুলো তাঁদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এ ছাড়া বাকি স্বর্ণালংকারগুলো তাঁরা তাঁদের হাতব্যাগে বহন করছিলেন।’

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইট (দুবাই-চট্টগ্রাম-ঢাকা) যোগে দুবাই থেকে সকাল ৯টা ৩৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে তাঁরা মূলত ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় অ্যাভিয়েশন রুল অনুযায়ী তাঁদের একই বিমান যোগে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিমের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত