চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১৭টি গরু লুট করা হয়েছিল। গতকাল বুধবার রাত ৮টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার সংরক্ষিত বনের ভেতর থেকে গরুগুলো উদ্ধার করেছে থানার পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা এলাকায় এই গরু লুটের ঘটনা ঘটে। এদিকে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার দুজন হলেন কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি গ্রামের জাফর আলমের ছেলে মোহাম্মদ শাহীন (৪৫) ও কুষ্টিয়ার দৌলতপুর রামকৃঞ্চপুর ঢাকিপাড়া গ্রামের ফজর আলী শিকদারের মিজানুর রহমান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘একজন ব্যবসায়ী ১৭টি গরু ট্রাকে ভরে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন। মহাসড়কের ডুলাহাজারা এলাকায় পৌঁছালে ট্রাক থামিয়ে ১৭টি গরু লুট করে জঙ্গলের ভেতর নিয়ে যায় কিছু লোক। এরপর অভিযান চালিয়ে গরু লুটের ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়।’
ওসি শেখ মোহাম্মদ আলী আরও বলেন, ‘আটক ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে বুধবার সারা দিন অভিযান চালিয়ে রাত ৮টার দিকে প্রথম দফায় ১৫টি এবং পরে আরও দুটি গরু উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে থানায় মামলা রুজু করেছেন। গরুগুলো থানা হেফাজতে রয়েছে।’
কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১৭টি গরু লুট করা হয়েছিল। গতকাল বুধবার রাত ৮টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার সংরক্ষিত বনের ভেতর থেকে গরুগুলো উদ্ধার করেছে থানার পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা এলাকায় এই গরু লুটের ঘটনা ঘটে। এদিকে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার দুজন হলেন কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি গ্রামের জাফর আলমের ছেলে মোহাম্মদ শাহীন (৪৫) ও কুষ্টিয়ার দৌলতপুর রামকৃঞ্চপুর ঢাকিপাড়া গ্রামের ফজর আলী শিকদারের মিজানুর রহমান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘একজন ব্যবসায়ী ১৭টি গরু ট্রাকে ভরে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন। মহাসড়কের ডুলাহাজারা এলাকায় পৌঁছালে ট্রাক থামিয়ে ১৭টি গরু লুট করে জঙ্গলের ভেতর নিয়ে যায় কিছু লোক। এরপর অভিযান চালিয়ে গরু লুটের ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়।’
ওসি শেখ মোহাম্মদ আলী আরও বলেন, ‘আটক ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে বুধবার সারা দিন অভিযান চালিয়ে রাত ৮টার দিকে প্রথম দফায় ১৫টি এবং পরে আরও দুটি গরু উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে থানায় মামলা রুজু করেছেন। গরুগুলো থানা হেফাজতে রয়েছে।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে