বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

সোনারগাঁ, নারায়ণগঞ্জ (প্রতিনিধি) 
Thumbnail image
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিকেরা বিক্ষোভ করেন। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর কুতুবপুর এলাকায় অবস্থিত মৌসুমি ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান কিউট কেমিক্যাল কোম্পানির শ্রমিকেরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন।

শ্রমিকদের বিক্ষোভের কারণে আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে সোয়া ৭টা পর্যন্ত মহাসড়কের কাঁচপুর সেতু এলাকা থেকে লাঙ্গলবন্দ সেতুর উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শ্রমিক আমিনুল ইসলাম বলেন, ‘এই কোম্পানিতে দীর্ঘ ৭ বছর যাবৎ কাজ করছি। বর্তমানে নিত্যপণ্যের দাম বহুগুণ বৃদ্ধি পেলেও তারা কোনো শ্রমিকের বেতন ভাতা বৃদ্ধি করেনি। ১০ বছর আগের বেতনেই এখানে শ্রমিকেরা কাজ করছে। তাই আমরা বর্তমান বাজারের সঙ্গে তাল মিলিয়ে আমাদের বেতন ভাতা বৃদ্ধির দাবি জানাচ্ছি।’

কিউট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কাজি মঈনুদ্দিন টিপু বলেন, ‘করোনার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের এই বিশৃঙ্খল অবস্থার কারণে আমাদের লোকসান বৃদ্ধি পেয়েছে। তারপরও শ্রমিকদের বিষয়টি আমরা বিবেচনা করব।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিকেরা বিক্ষোভ করেন। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিকেরা বিক্ষোভ করেন। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে যান সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী। তিনি শ্রমিকদের বিভিন্ন বিষয়ে খোঁজ নিয়ে তাদের সমস্যা সমাধানে আশ্বস্ত করলে শ্রমিকেরা তাদের বিক্ষোভ বন্ধ করে চলে যান।

কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ কাজী ওয়াহিদ জানান, শ্রমিকদের বিক্ষোভের কারণে যানজট সৃষ্টি হয়েছিল। তবে এখন ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত