সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ধরল র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ২০: ২৭
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ২০: ৫৩

তিনি কখনো সাংবাদিক, কখনো ম্যাজিস্ট্রেট আর কখনো সরকারি কর্মকর্তা পরিচয় দিতেন। এসব পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখাতেন। করতেন চাঁদাবাজিও। এ রকম সংঘবদ্ধ চক্রের এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার ব্যক্তির নাম এস এম মিজান উল্লাহ সমরকন্দি। তিনি সাতকানিয়ার পুরানগর এলাকার মাওলানা ফরিদুল আলমের ছেলে। সাতকানিয়ায় তাঁর চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ।

র‍্যাব-৭-এর লেফটেন্যান্ট কমান্ডার রূহ-ফি তাহমিন তৌকির আজকের পত্রিকাকে বলেন, ‘এই প্রতারকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। সম্প্রতি একজন ফেসবুক লাইভে অভিযোগ করেন, তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে খবর নিয়ে জানতে পারি, তার বিরুদ্ধে মামলা ছাড়াও চাঁদাবাজির অভিযোগ আছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ রকম সাংবাদিক পরিচয়ে যারা চাঁদাবাজি বা প্রতারণা করছে, তাদের বিষয়েও র‍্যাবের নজরদারি রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত