ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তারের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নারী, পুরুষ, শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আজ বুধবার উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড় হরণ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নাটাই দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এলেম খাঁ ও তাঁর সমর্থকেরা বিভিন্নভাবে বড় হরণ গ্রামে প্রভাব বিস্তার করে আসছেন। সম্প্রতি পূর্ববিরোধের জেরে এলেম খাঁর নির্দেশে স্থানীয় যুবদল নেতা আশিকের ওপর হামলা হয়। এ ঘটনায় থানায় মামলা হলে ১ সেপ্টেম্বর আওয়ামী লীগ নেতা এলেম খাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারে রাজনৈতিক প্রতিপক্ষের সহযোগিতার অভিযোগ এনে এলেম খাঁর সমর্থক শাহিনুর, এরশাদ ও মাইনুদ্দিনের নেতৃত্বে ৪০–৫০ জন বড় হরণ গ্রামে বিএনপি নেতা–কর্মীদের বাড়িতে হামলা চালায়। এ সময় অন্তত ১০–১২টি বাড়ি ঘর ভাঙচুর করে। হামলায় নারী, পুরুষ, শিশুসহ অন্তত ১০ জন আহত হয়। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বিএনপির কর্মী উমেদ হাসান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতন হলেও গ্রামে আধিপত্য ধরে রাখার জন্য এলেম খাঁর ও তার সমর্থকেরা প্রভাব বিস্তার করে আসছে। মূলত সরকার পতনের পর তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। সেই ক্ষোভ থেকে আধিপত্য কায়েম করতে তার সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়ে বাড়িঘরে হামলা চালিয়েছে। এ সময় অন্তত ১০–১২ জন আহত হয়েছে। এ ছাড়া তারা লুটপাটও করেছে।’
বড় হরণ গ্রামের গৃহবধূ মোসাম্মত রেখা বলেন, ‘এলেম খাঁর বিরুদ্ধে মামলার পর থেকে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। তার কর্মী–সমর্থকেরা বিভিন্ন সময়ে বাড়িঘরে এসে হামলা করছে। দুপুরে তাদের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে ঢুকলে আমরা প্রাণে বাঁচাতে অন্যত্র সরে যাই। আমরা নিরাপত্তা চাই। আমরা ছেলে-মেয়ে নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।’
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তারের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নারী, পুরুষ, শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আজ বুধবার উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড় হরণ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নাটাই দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এলেম খাঁ ও তাঁর সমর্থকেরা বিভিন্নভাবে বড় হরণ গ্রামে প্রভাব বিস্তার করে আসছেন। সম্প্রতি পূর্ববিরোধের জেরে এলেম খাঁর নির্দেশে স্থানীয় যুবদল নেতা আশিকের ওপর হামলা হয়। এ ঘটনায় থানায় মামলা হলে ১ সেপ্টেম্বর আওয়ামী লীগ নেতা এলেম খাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারে রাজনৈতিক প্রতিপক্ষের সহযোগিতার অভিযোগ এনে এলেম খাঁর সমর্থক শাহিনুর, এরশাদ ও মাইনুদ্দিনের নেতৃত্বে ৪০–৫০ জন বড় হরণ গ্রামে বিএনপি নেতা–কর্মীদের বাড়িতে হামলা চালায়। এ সময় অন্তত ১০–১২টি বাড়ি ঘর ভাঙচুর করে। হামলায় নারী, পুরুষ, শিশুসহ অন্তত ১০ জন আহত হয়। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বিএনপির কর্মী উমেদ হাসান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতন হলেও গ্রামে আধিপত্য ধরে রাখার জন্য এলেম খাঁর ও তার সমর্থকেরা প্রভাব বিস্তার করে আসছে। মূলত সরকার পতনের পর তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। সেই ক্ষোভ থেকে আধিপত্য কায়েম করতে তার সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়ে বাড়িঘরে হামলা চালিয়েছে। এ সময় অন্তত ১০–১২ জন আহত হয়েছে। এ ছাড়া তারা লুটপাটও করেছে।’
বড় হরণ গ্রামের গৃহবধূ মোসাম্মত রেখা বলেন, ‘এলেম খাঁর বিরুদ্ধে মামলার পর থেকে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। তার কর্মী–সমর্থকেরা বিভিন্ন সময়ে বাড়িঘরে এসে হামলা করছে। দুপুরে তাদের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে ঢুকলে আমরা প্রাণে বাঁচাতে অন্যত্র সরে যাই। আমরা নিরাপত্তা চাই। আমরা ছেলে-মেয়ে নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।’
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
নোয়াখালী সদরের বিনোদপুরে তাসলিমা বেগম রোজি (৬০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামের আলী আহমদ চাপরাশির বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির ওবায়দুল হকের স্ত্রী।
১৬ মিনিট আগেপ্রথমবারের মতো আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাদের ভোটে মহানগর বিএনপির নেতা নির্বাচিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
৮ ঘণ্টা আগেবইমেলার বাংলা একাডেমি অংশে কাব্যিক অডিওবুকের স্টল। নামেই বোঝা যায়, এখানে কাগজের কোনো সম্পর্ক নেই। স্টলে নেই কোনো বইয়ের তাক। সঙ্গে একটি মোবাইল থাকলেই হলো।
৯ ঘণ্টা আগেহবিগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) নির্দেশ অমান্য করে প্রতি সপ্তাহেই বসছে নবীগঞ্জের অবৈধ জনতার বাজার পশুর হাট। গত শনিবারও উপজেলার গজনাইপুরে ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে বসেছে এই হাট। ডিসির নির্দেশ অমান্য করে এর আগেও তিনবার এ হাট বসানো হয়।
৯ ঘণ্টা আগে