হালিশহরে গৃহবধূর জবাই করা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

চট্টগ্রাম নগরের হালিশহরে রাবেয়া আক্তার (২৭) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাবেয়া আক্তার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মানিক মিয়ার মেয়ে। আজ শনিবার (১৪ জানুয়ারী) সন্ধ্যার দিকে হালিশহর এলাকার শিশু পল্লীর কেন্দ্রীয় জামে মসজিদের ১ নম্বর লেন এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। তাঁর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনার পর থেকে তাঁর স্বামী মো. জামিল (৩০) পলাতক রয়েছেন। 

হাসপাতালে আসা রাবেয়ার বাবা মানিক মিয়া বলেন, ‘হালিশহরে একটি ভবনের কেয়ারটেকারের কাজ করি। সেখানে একটি কক্ষে মেয়ে ও মেয়ের জামাইকে থাকতে দিয়েছি। আজ সন্ধ্যার দিকে মেয়ের জামাইয়ের জন্য পাশের দোকান থেকে নাশতা আনতে যাই। ১০ মিনিট পর এসে দেখি আমার মেয়ে বাসার বাইরে। আমাকে বাবা বলে চিৎকার করে সে মাটিতে পড়ে যায়। তাঁর গলাকাটা ছিল। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদরহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।’ 

হালিশহর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল রয়েছে। তাঁরা এলে বিস্তারিত জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত