Ajker Patrika

জোয়ারের ধাক্কায় ধসে গেছে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের একাংশ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৮: ৪১
জোয়ারের ধাক্কায় ধসে গেছে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের একাংশ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রভাবে এখনো উত্তাল বঙ্গোপসাগর। সমুদ্রের জোয়ারের প্রবল ধাক্কায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দুই অংশ ধসে গেছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে জোয়ারের প্রবল ঢেউয়ের আঘাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া শ্মাশান এলাকায় মেরিন ড্রাইভের দুইটি অংশে একপাশ ধসে গেছে।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ধস।টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘সিত্রাংয়ের প্রভাবে সামুদ্রিক জোয়ার স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতায় আছড়ে পড়েছে। এতে সেখানে সড়কের দুই অংশে ১০ থেকে ১৫ ফুট অংশ ধসে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ধস।এদিকে জোয়ারের ধাক্কায় এ সড়কের হিমছড়ি, পাটুয়ারটেক ও বাহারছড়া এলাকায়ও ক্ষতি হয়েছে।

কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত ৮৪ কিলোমিটার এ সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত