ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ভারত ও বাংলাদেশের নৌ প্রটোকল চুক্তির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর ব্যবহার করে আনা ভারতীয় রড আখাউড়া স্থলবন্দর দিয়ে পরিবহন শুরু হয়েছে। গতকাল শনিবার পর্যন্ত ৭৭ মেট্রিক টন রড ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের কলকাতা নদীবন্দর থেকে ১ হাজার ৮০ টন রড নিয়ে এমভি নিশাদ-৬ জাহাজটি বাংলাদেশ জলসীমায় ঢোকে গত ১৩ নভেম্বর সন্ধ্যায়।
এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আশুগঞ্জ-ভৈরব নদীবন্দরের উপপরিচালক রেজাউল করিম বলেন, নৌ প্রটোকল চুক্তির আওতায় ১ হাজার ৮০ মেট্রিক টন রড নিয়ে ভারতীয় জাহাজ এমভি নিশাদ-৬ আশুগঞ্জ নদীবন্দরে এসেছে। সব আনুষ্ঠানিকতা শেষে সড়কপথে ট্রাকে করে আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব রড আগরতলা নেওয়া হচ্ছে।
রেজাউল করিম আরও বলেন, প্রথম ধাপে ট্রাকে করে প্রায় ৭৭ টন রড আগরতলায় নেওয়া হয়। এই পণ্য থেকে বাংলাদেশ ল্যান্ডিং চার্জ হিসেবে প্রতি মেট্রিক টনে পাবে ৩৪ টাকা এবং প্রতি মেট্রিক টন কার্যবেক্ষণ ফি পাবে ১০ টাকা। তা ছাড়া প্রতিদিন বার্থিং (নোঙর) চার্জ পাবে ৩১৫ টাকা।
ভারত ও বাংলাদেশের নৌ প্রটোকল চুক্তির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর ব্যবহার করে আনা ভারতীয় রড আখাউড়া স্থলবন্দর দিয়ে পরিবহন শুরু হয়েছে। গতকাল শনিবার পর্যন্ত ৭৭ মেট্রিক টন রড ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের কলকাতা নদীবন্দর থেকে ১ হাজার ৮০ টন রড নিয়ে এমভি নিশাদ-৬ জাহাজটি বাংলাদেশ জলসীমায় ঢোকে গত ১৩ নভেম্বর সন্ধ্যায়।
এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আশুগঞ্জ-ভৈরব নদীবন্দরের উপপরিচালক রেজাউল করিম বলেন, নৌ প্রটোকল চুক্তির আওতায় ১ হাজার ৮০ মেট্রিক টন রড নিয়ে ভারতীয় জাহাজ এমভি নিশাদ-৬ আশুগঞ্জ নদীবন্দরে এসেছে। সব আনুষ্ঠানিকতা শেষে সড়কপথে ট্রাকে করে আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব রড আগরতলা নেওয়া হচ্ছে।
রেজাউল করিম আরও বলেন, প্রথম ধাপে ট্রাকে করে প্রায় ৭৭ টন রড আগরতলায় নেওয়া হয়। এই পণ্য থেকে বাংলাদেশ ল্যান্ডিং চার্জ হিসেবে প্রতি মেট্রিক টনে পাবে ৩৪ টাকা এবং প্রতি মেট্রিক টন কার্যবেক্ষণ ফি পাবে ১০ টাকা। তা ছাড়া প্রতিদিন বার্থিং (নোঙর) চার্জ পাবে ৩১৫ টাকা।
পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এই ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৯ মিনিট আগেপিস্তল–গুলিসহ বাগেরহাটের রামপালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ বাজারের একটি রাইস মিল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ (শনিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
১০ মিনিট আগেজনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
১২ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
১৩ মিনিট আগে