ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আয়েশা আক্তার (৭) নামের এক শিশুকে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নির্যাতিত শিশুর মামা মো. কামাল হোসেন বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ শিশুটির সৎমা তাসলিমা আক্তারকে আটক করেছে।
উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার রমিজ ক্যাশিয়ারের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
থানায় দেওয়া অভিযোগের ভিত্তিতে জানা গেছে, নির্যাতিত শিশু আয়েশা আক্তারের মা ৯ মাস আগে মারা যান। কিছুদিন পর শিশুটির বাবা মো. বাছির উদ্দিন মেয়ের দেখাশোনার জন্য তাছলিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর তিনি প্রবাসে চলে যান। এরপর থেকে সৎমা শিশুটির ওপর নির্যাতন শুরু করেন।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরিদ উদ্দিনকে অবহিত করা হলে তিনি শিশুটির সৎমায়ের সঙ্গে কথা বলেন। তখন তিনি শিশুটিকে আর মারবেন না বললেও পরবর্তী সময়ে তার ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন। গত ৪ ফেব্রুয়ারি রাতে ঘরের দরজা-জানালা বন্ধ করে শিশুটিকে মারধর করেন তার সৎমা। কৌশলে কেউ এ ঘটনা ক্যামেরাবন্দি করেন। ইউপি সদস্য ফরিদ উদ্দিন ফেসবুকে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে শিশুটির ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে ভিডিওসহ একাধিক পোস্ট করেন, যা ভাইরাল হয়ে পড়ে।
এদিকে শিশু আয়েশা আক্তারকে তার মামা মো. কামাল হোসেন আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।
এ ব্যাপারে শিশুটির বড় ভাই সাবিদুল ইসলাম জয় বলেন, ‘আমার মা মারা যাওয়ার পর বাবা আবারও বিয়ে করেন। বাবা বিয়ের কিছুদিন পর মালদ্বীপে চলে যান। তারপর থেকে আমার সৎমা ছোট বোন আয়েশাকে শারীরিক ও মানসিকভাবে প্রতিদিনই নির্যাতন করে আসছেন। গত ৪ ফেব্রুয়ারি রাতে আমার বোনকে হত্যার উদ্দেশ্যে ঘরের দরজা-জানালা বন্ধ করে মারধর করেন। এ সময় আমার বোন চিৎকার দিলে আমার সৎমা তার গলা চেপে ধরেন। আমি আমার বোনের ওপর এই অমানুষিক নির্যাতনের বিচার চাই।’
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সৎমায়ের নির্যাতনের বিষয়ে শিশুটির মামা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। শিশুটির সৎমাকে আটক করা হয়েছে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আয়েশা আক্তার (৭) নামের এক শিশুকে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নির্যাতিত শিশুর মামা মো. কামাল হোসেন বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ শিশুটির সৎমা তাসলিমা আক্তারকে আটক করেছে।
উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার রমিজ ক্যাশিয়ারের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
থানায় দেওয়া অভিযোগের ভিত্তিতে জানা গেছে, নির্যাতিত শিশু আয়েশা আক্তারের মা ৯ মাস আগে মারা যান। কিছুদিন পর শিশুটির বাবা মো. বাছির উদ্দিন মেয়ের দেখাশোনার জন্য তাছলিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর তিনি প্রবাসে চলে যান। এরপর থেকে সৎমা শিশুটির ওপর নির্যাতন শুরু করেন।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরিদ উদ্দিনকে অবহিত করা হলে তিনি শিশুটির সৎমায়ের সঙ্গে কথা বলেন। তখন তিনি শিশুটিকে আর মারবেন না বললেও পরবর্তী সময়ে তার ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন। গত ৪ ফেব্রুয়ারি রাতে ঘরের দরজা-জানালা বন্ধ করে শিশুটিকে মারধর করেন তার সৎমা। কৌশলে কেউ এ ঘটনা ক্যামেরাবন্দি করেন। ইউপি সদস্য ফরিদ উদ্দিন ফেসবুকে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে শিশুটির ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে ভিডিওসহ একাধিক পোস্ট করেন, যা ভাইরাল হয়ে পড়ে।
এদিকে শিশু আয়েশা আক্তারকে তার মামা মো. কামাল হোসেন আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।
এ ব্যাপারে শিশুটির বড় ভাই সাবিদুল ইসলাম জয় বলেন, ‘আমার মা মারা যাওয়ার পর বাবা আবারও বিয়ে করেন। বাবা বিয়ের কিছুদিন পর মালদ্বীপে চলে যান। তারপর থেকে আমার সৎমা ছোট বোন আয়েশাকে শারীরিক ও মানসিকভাবে প্রতিদিনই নির্যাতন করে আসছেন। গত ৪ ফেব্রুয়ারি রাতে আমার বোনকে হত্যার উদ্দেশ্যে ঘরের দরজা-জানালা বন্ধ করে মারধর করেন। এ সময় আমার বোন চিৎকার দিলে আমার সৎমা তার গলা চেপে ধরেন। আমি আমার বোনের ওপর এই অমানুষিক নির্যাতনের বিচার চাই।’
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সৎমায়ের নির্যাতনের বিষয়ে শিশুটির মামা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। শিশুটির সৎমাকে আটক করা হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালি সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে এক কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আজ রোববার সকালে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন।
৫ মিনিট আগেমাগুরায় শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা আইনজীবী সমিতি। আজ রোববার সকালে আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১২ মিনিট আগেরংপুরে চাঁদা দাবির ভিডিও ভাইরাল হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির মুখপাত্র নাহিদ হাসান খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
২৪ মিনিট আগেমাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ রোববার সকালে সেখানে যান তিনি। উপদেষ্টা শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন ও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
৩৭ মিনিট আগে