তাবলিগের দুই পক্ষের বিরোধে চট্টগ্রামে মসজিদের আশপাশে পুলিশ মোতায়েন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩, ২২: ১৭
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ২২: ৪৬

চট্টগ্রামে তাবলিগ জামাতের কেন্দ্রীয় মারকাজ হিসেবে পরিচিত ‘লাভলেইন মাদানি মসজিদে’ সংঘর্ষের আশঙ্কায় আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকে পুলিশ মোতায়েন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির। 

ওসি আজকের পত্রিকাকে বলেন, মসজিদের মোতোয়ালি অধ্যাপক ড. ইব্রাহিম খান সিএমপির কাছে একটি আবেদন করেছেন। এ জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। 

৯ জানুয়ারি করা আবেদনে আলহাজ মো. ইসলাম খাঁ ওয়াকফ এস্টেটের সম্পত্তির হেফাজত, মুসল্লিদের নিরাপত্তা ও আদালতের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। 

পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে আবেদনের বিষয়টি আজকের পত্রিকার কাছে স্বীকার করেছেন মোতোয়ালি অধ্যাপক ড. ইব্রাহিম খান। 

পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে তাবলিগের সাদ ও যোবায়ের গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। বর্তমানে যোবায়েরপন্থীদের টঙ্গীতে ইজতেমা চলছে। এ জন্য যোবায়েরপন্থীরা সেখানে রয়েছেন। আগামী সপ্তাহে সাদপন্থীদের ইজতেমা হবে। এ সময় সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতনদের জানানো হয়েছে।

এর আগে ২০১৮ সালের মার্চেও বিশ্ব ইজতেমাকে সামনে রেখে তাবলিগ জামাতে বিভক্তির জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে চট্টগ্রাম নগরীর লাভলেইন তাবলিগ মসজিদেও।

হেফাজতে ইসলামের তৎকালীন আমির মাওলানা আহমেদ শফীর অনুসারী একটি গ্রুপ বিশ্ব তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভীর নেতৃত্বের প্রতি অনাস্থা এনে আট সদস্যের শুরা কমিটি গঠন করেন। তাঁরা লাভলেইন মসজিদে প্রবেশের ঘোষণা দিলে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত