অস্ত্র হাতের ভিডিও ফেসবুকে ভাইরাল, কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১১: ১০
প্রতীকী ছবি

চাঁদপুর শহরের বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য অস্ত্র হাতে ভিডিও তৈরি করে ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই ভিডিও ক্লিপ চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে এলে জেলা শহর কিশোর গ্যাং মুক্ত করতে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভাইরাল ভিডিওতে থাকা সন্দেহজনক পাঁচ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়।

আটকের তথ্য আজ বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

থানা-পুলিশ জানায়, ফেসবুকে ভিডিও দেখে গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত চাঁদপুর শহরের আউটার স্টেডিয়ামের সুইমিং পুল, মিশন রোড, লেকের পাড়, আল আমিন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পার্কের মাঠে অভিযান পরিচালনা করে মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় আউটার স্টেডিয়াম এলাকা থেকে পাঁচ কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। আটকদের নাম প্রকাশ করেনি পুলিশ।

ওসি বাহার মিয়া জানান, শহরকে কিশোর গ্যাং মুক্ত করতে পুলিশ সুপারের নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে। আটক পাঁচ কিশোরের মধ্য থেকে তিনজনের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় তাঁদেরকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি দুজন ভাইরাল ভিডিও ক্লিপে যুক্ত থাকায় তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত