বিএনপির মিছিলে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
Thumbnail image
গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম চৌধুরী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরীকে (৭৫) গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার বরুমছড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

উল্লেখ্য, ২০২০ সালে চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির মিছিলে হামলার অভিযোগে ২০২৪ সালের ৭ অক্টোবর তৌহিদ মিয়া (৩৪) নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ১১২ জনের নাম উল্লেখ করে মামলা করে। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। সে মামলায় ১৫ নম্বর এজাহারনামীয় আসামি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত