নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম আদালতের সরকারি আইন কর্মকর্তার (মহানগর পিপি) কার্যালয় থেকে উধাও হওয়া নয় বস্তা নথিপত্র মিলল ভাঙারির দোকানে। আজ বৃহস্পতিবার নগরীর কোতোয়ালি পাথরঘাটা এলাকার একটি ভাঙারি দোকান থেকে এসব নথি উদ্ধার করে পুলিশ। এ সময় মো. রাসেল (৩৫) নামে একজনকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম আদালত থেকে ১ হাজার ৯১১টি নথি চুরির ঘটনার পর থেকেই সেগুলো উদ্ধার করতে আমরা অভিযান চালিয়ে যাচ্ছিলাম। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি ভাঙারি দোকান থেকে ওসব নথিপত্র উদ্ধার করে।’
ওসি আরও বলেন, ‘এ সময় আমরা একজনকে গ্রেপ্তার করেছি। তিনি আদালতে একটি চা-দোকানে কাজ করেন। আদালতে মহানগর পিপি অফিসের সামনে পড়ে থাকা নথিপত্রগুলো সে নিয়ে ভাঙারি দোকানে বিক্রি করেছে। কিছু নথিপত্র উদ্ধার করেছি। বাকি নথিপত্র উদ্ধার করতে আমরা তাকে নিয়ে অভিযান পরিচালনা করছি।’
তথ্যমতে, চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলায় মহানগর পিপি মফিজুল হক ভূঁইয়ার কার্যালয় থেকে ১ হাজার ৯১১টি মামলার নথি (কেস ডকেট বা সিডি) উধাওয়ের ঘটনা গত রোববার (৫ জানুয়ারি) জানাজানি হয়। এরপর পিপি নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে তিনি উল্লেখ করেছিলেন, হত্যা, মাদক, চোরাচালান, অস্ত্র, বিস্ফোরকসহ প্রায় ১ হাজার ৯১১টি মামলার নথি খুঁজে পাওয়া যাচ্ছে না।
চট্টগ্রাম আদালতের সরকারি আইন কর্মকর্তার (মহানগর পিপি) কার্যালয় থেকে উধাও হওয়া নয় বস্তা নথিপত্র মিলল ভাঙারির দোকানে। আজ বৃহস্পতিবার নগরীর কোতোয়ালি পাথরঘাটা এলাকার একটি ভাঙারি দোকান থেকে এসব নথি উদ্ধার করে পুলিশ। এ সময় মো. রাসেল (৩৫) নামে একজনকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম আদালত থেকে ১ হাজার ৯১১টি নথি চুরির ঘটনার পর থেকেই সেগুলো উদ্ধার করতে আমরা অভিযান চালিয়ে যাচ্ছিলাম। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি ভাঙারি দোকান থেকে ওসব নথিপত্র উদ্ধার করে।’
ওসি আরও বলেন, ‘এ সময় আমরা একজনকে গ্রেপ্তার করেছি। তিনি আদালতে একটি চা-দোকানে কাজ করেন। আদালতে মহানগর পিপি অফিসের সামনে পড়ে থাকা নথিপত্রগুলো সে নিয়ে ভাঙারি দোকানে বিক্রি করেছে। কিছু নথিপত্র উদ্ধার করেছি। বাকি নথিপত্র উদ্ধার করতে আমরা তাকে নিয়ে অভিযান পরিচালনা করছি।’
তথ্যমতে, চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলায় মহানগর পিপি মফিজুল হক ভূঁইয়ার কার্যালয় থেকে ১ হাজার ৯১১টি মামলার নথি (কেস ডকেট বা সিডি) উধাওয়ের ঘটনা গত রোববার (৫ জানুয়ারি) জানাজানি হয়। এরপর পিপি নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে তিনি উল্লেখ করেছিলেন, হত্যা, মাদক, চোরাচালান, অস্ত্র, বিস্ফোরকসহ প্রায় ১ হাজার ৯১১টি মামলার নথি খুঁজে পাওয়া যাচ্ছে না।
মানিকগঞ্জ খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চবিদ্যালয়ে পরীক্ষায় ফেল করাদের টাকার বিনিময়ে উত্তীর্ণ করা, শিক্ষক নিয়োগে ঘুষ গ্রহণ, ভবন নির্মাণে দুর্নীতি, আসবাব কেনাকাটায় অনিয়মসহ নানা দুর্নীতির অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগেমৌলভীবাজারের কাউয়াদীঘি হাওর অধ্যুষিত রাজনগর ও সদর উপজেলায় পানিসংকটের কারণে ধান উৎপাদন অর্ধেকে নেমেছে। এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে মনু নদ সেচ প্রকল্প খনন না করায়। ভুক্তভোগী কৃষকদের দাবি, ১০৫ কিলোমিটার দীর্ঘ এই সেচনালা ধীরে ধীরে ভরাট হয়ে উঁচু হয়ে গেছে।
১ ঘণ্টা আগেকক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবনে গোলাম রব্বানী টিপু (৫৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের হোটেল সি-গালসংলগ্ন সৈকততীরে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।
২ ঘণ্টা আগেউত্তরা পূর্ব থানা থেকে সাবেক ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রাত ১১টার দিকে উত্তরা পূর্ব থানায় জড়ো হওয়া শুরু করেন। এ সময় তাঁরা ওসিকে গ্রেপ্তারের দাবিতে আলটিমেটাম দেন।
২ ঘণ্টা আগে