নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমসহ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিভিন্ন চৌকি পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত তিনি সীমান্তের বিভিন্ন পরিস্থিতি ও বিজিবির সদস্যদের সার্বিক বিষয়ের খোঁজ নেন।
বিজিবির মহাপরিচালক আজ সকাল ১০টা সীমান্ত পরিদর্শন কার্যক্রম শুরু করে দুপুরে ঘুমধুম ও তুমব্রু সীমান্ত চৌকি পরিদর্শন করেন। এ সময় তিনি ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীকে কর্নেল পদবির ব্যাজ পরিয়ে দেন। এরপর তিনি বাইশফাঁড়ি সীমান্ত চৌকিতে যান। সেখানে কিছুক্ষণ ব্যয় করে বেলা ৩টার দিকে তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা এলাকা পার হয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন।
বিজিবির মহাপরিচালক সঙ্গে ছিলেন কক্সবাজারের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল এ এম এম খায়রুল কবীর, রামুর সেক্টর কমান্ডার কর্নেল মো. মেহেদী হোসাইন কবির, ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, লে. কর্নেল এস এম মাহবুবুল আলম খান, লে. কর্নেল তৌহিদুল ইসলাম, ক্যাপ্টেন মিরাজ প্রমুখ।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্তে সর্বোচ্চ পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা বিজিবির মহাপরিচালক। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়ন চান তিনি। এ ছাড়া আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত থাকারও নির্দেশনা দেন এ কর্মকর্তা।
এ দিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তে অন্য প্রান্তে নিকুছড়ি সীমান্ত চৌকি পরিদর্শন করেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। বিষয়টি নিশ্চিত করেন ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাহল আহমদ নোবেল।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমসহ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিভিন্ন চৌকি পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত তিনি সীমান্তের বিভিন্ন পরিস্থিতি ও বিজিবির সদস্যদের সার্বিক বিষয়ের খোঁজ নেন।
বিজিবির মহাপরিচালক আজ সকাল ১০টা সীমান্ত পরিদর্শন কার্যক্রম শুরু করে দুপুরে ঘুমধুম ও তুমব্রু সীমান্ত চৌকি পরিদর্শন করেন। এ সময় তিনি ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীকে কর্নেল পদবির ব্যাজ পরিয়ে দেন। এরপর তিনি বাইশফাঁড়ি সীমান্ত চৌকিতে যান। সেখানে কিছুক্ষণ ব্যয় করে বেলা ৩টার দিকে তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা এলাকা পার হয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন।
বিজিবির মহাপরিচালক সঙ্গে ছিলেন কক্সবাজারের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল এ এম এম খায়রুল কবীর, রামুর সেক্টর কমান্ডার কর্নেল মো. মেহেদী হোসাইন কবির, ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, লে. কর্নেল এস এম মাহবুবুল আলম খান, লে. কর্নেল তৌহিদুল ইসলাম, ক্যাপ্টেন মিরাজ প্রমুখ।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্তে সর্বোচ্চ পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা বিজিবির মহাপরিচালক। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়ন চান তিনি। এ ছাড়া আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত থাকারও নির্দেশনা দেন এ কর্মকর্তা।
এ দিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তে অন্য প্রান্তে নিকুছড়ি সীমান্ত চৌকি পরিদর্শন করেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। বিষয়টি নিশ্চিত করেন ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাহল আহমদ নোবেল।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৫ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৫ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৬ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে