কক্সবাজারের সাবেক এমপি সৈয়দ ইবরাহিম ও জাফর আলমসহ ৩৯ জনের নামে মামলা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১০: ০০
Thumbnail image

কক্সবাজারের চকরিয়া উপজেলায় চাঁদা দাবি, ২০০ একর চিংড়ি ঘের দখল ও লুটপাটের অভিযোগে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক দুই সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও জাফর আলমসহ ৩৯ জনের নামে মামলা হয়েছে। মামলায় আরও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান এবং জাফর আলম চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

গতকাল বুধবার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন আলী হায়দার নামের এক ব্যক্তি। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

আলী হায়দার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পুকপুকুরিয়া গ্রামের তোফাজ্জল হোছাইনের ছেলে।

আলী হায়দারের আইনজীবী ও চকরিয়া অ্যাডভোকেট’স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিফতাহ্ উদ্দিন আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘বাদীর করা আবেদন আমলে নিয়ে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রবাল চক্রবর্তী মামলাটি পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।’

মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে সাবেক এমপি জাফর আলমকে এবং ২ নম্বর আসামি করা হয়েছে সৈয়দ ইবরাহিমকে। অন্যদের মধ্যে চিরিংগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন ও বদিউল আলম, মো. আমিন, মো. মামুন, বাবুল, জমির উদ্দিন, আওয়ামী লীগ নেতা নাগু সওদাগরসহ ৩৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।

এজাহারে মামলার বাদী উল্লেখ করেছেন, আলী হায়দার দলিলমূলে ২০০৫ সালে বিভিন্ন ইজারাপ্রাপ্ত ব্যক্তি থেকে ২০০ একর চিংড়ি ঘের নিয়ে মৎস্য চাষ ও অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। আসামিরা ইজারার চিংড়ি ঘের থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দিলে ঘের দখলসহ নানা হুমকি দিয়ে আসছিলেন। ২০০৯ সালের ১ জানুয়ারি সকাল ১০টায় কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের নেতৃত্বে অন্য আসামিরা ফাঁকা গুলি করতে করতে ইজারাকৃত চিংড়ি ঘের দখল করে নেন।

এজাহারে আরও জানানো হয়, ঘেরে থাকা ১৫ লাখ টাকা দামের দুটি ইঞ্জিনচালিত বোট, পাঁচটি নৌকা, ৫ লাখ টাকার ১০০টি ছাগল, ১০ লাখ টাকার ২০টি মহিষ ও চিংড়ি ঘেরে থাকা পাঁচটি টংঘর, ১০টি জালসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যাওয়া হয়।

মামলার বাদী আলী হায়দার বলেন, ‘আসামিরা রাজনৈতিক নেতা ও ডাকাত প্রকৃতির লোক হওয়ায় এত দিন মামলা থেকে বিরত ছিলাম। এখন তাঁদের প্রভাব নেই। আশা করছি, বিচার পাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত