Ajker Patrika

‘পুলিশি হয়রানি থেকে বাঁচতে’ দুই ছেলেকে পুলিশে দিলেন মা-বাবা

কক্সবাজার প্রতিনিধি
‘পুলিশি হয়রানি থেকে বাঁচতে’ দুই ছেলেকে পুলিশে দিলেন মা-বাবা

কক্সবাজার শহরের ঝাউতলায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত মামলার ঘটনায় দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা-মা। তাঁরা দুজনই ব্যবসায়ী সাইফুল ইসলাম রিগ্যানকে ছুরিকাঘাতে মামলার এজাহারভুক্ত আসামি। সোমবার দিবাগত রাত ২টার দিকে জেলার পশ্চিম নতুন বাহারছড়া এলাকার মো. ইউসুফ হোসেন ও আলেয়া বেগম দম্পতি এ ঘটনা ঘটিয়েছেন।

ঘটনার অভিযুক্ত আসামি ও ইউসুফ-আলেয়া দম্পতির সন্তানেরা হলেন শিহাব উদ্দিন (২১) ও মোহাম্মদ আবির হোসেন শামস (১৬)। 

জানা যায়, গত ৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ঝাউতলা গাড়ির মাঠ এলাকায় দুই দল যুবকের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মো. সাইফুল ইসলাম রিগ্যান নামে একজন ব্যাটারি ব্যবসায়ী ছুরিকাঘাতে আহত হন। এই ঘটনায় রিগ্যানের বাবা আবুল হাসেম বাদী হয়ে সদর মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে ও আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় ৩ ও ৪ নম্বর আসামি হলেন এই দুই সহোদর।

অভিযুক্তের বাবা ইউসুফ বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমার দুই ছেলে জড়িত নয়। ঘটনার সময় তাঁরা দুজনই বাড়িতে ছিল। এরপরও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ও পুলিশি হয়রানি থেকে বাঁচতে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছি।’

এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আবদুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘গত রাতে বাড়ি থেকে শিহাব ও শামসকে গ্রেপ্তার করা হয়। ব্যবসায়ী রিগ্যানকে ছুরিকাঘাতের মামলায় আজ বিকেলে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত