চাঁদপুর ও মতলব উত্তর প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তরে যুবলীগ নেতা মোবারক হোসেন বাবু হত্যা মামলায় মোহনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে আবারও জেলহাজতে পাঠানো হয়েছে। আজ বুধবার সকালে চাঁদপুরের আমলি আদালতের বিচারক নাজমুল হাসান চৌধুরী এ আদেশ দেন।
এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামিন স্থগিত করলে নিম্ন আদালত কাজী মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গত ১৭ জুন হত্যার ঘটনায় নিহত যুবলীগ কর্মীর ভাই আমির হোসেন কালু ইউপি চেয়ারম্যান কাজী মিজানকে প্রধান আসামি করে ৩১ জনের নামে মতলব উত্তর থানায় মামলা করেন। ওই মামলায় পরদিন ১৮ জুন সকালে কাজী মিজানকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর নিম্ন আদালতে জামিন না পেয়ে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে গত ৩ সেপ্টেম্বর চাঁদপুর কারাগার থেকে মুক্তি পান কাজী মিজান।
মামলার বাদী আমির হোসেন কালু বলেন, মতলব উত্তরের যুবলীগ নেতা মোবারক হোসেন বাবু হত্যা মামলায় প্রধান আসামি কাজী মিজানুর রহমান ওরফে কাজী মিজানকে উচ্চ আদালতের দেওয়া জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ স্থগিতাদেশ দেন।
গত ১২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের জামিন স্থগিতাদেশের কপি চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছেছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী।
এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করার খবরে মামলার ধার্য তারিখে প্রধান আসামি কাজী মিজানুর রহমান আদালতে হাজির হননি।
এর আগে গত ৩১ আগস্ট হাইকোর্ট থেকে কাজী মিজান, কাজী মতিন ও কাজী হাবিব জামিন পেলে ওই দিনই মামলার বাদী ও নিহত বাবুর ভাই আমির হোসেন কালু সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামিন বাতিল চেয়ে আবেদন করেন। আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত কাজী মিজানুর রহমানকে উচ্চ আদালতের দেওয়া জামিনের ওপর আট সপ্তাহের স্থগিতাদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সেলিম মিয়া ও অ্যাডভোকেট আল-আমিন উজ্জ্বল বলেন, ‘উচ্চ আদালতে তথ্য গোপন করে কাজী মিজান জামিনে বের হয়েছিলেন। আমরা বাবু হত্যা মামলায় ন্যায়বিচার প্রত্যাশা করছি।’
চাঁদপুরের মতলব উত্তরে যুবলীগ নেতা মোবারক হোসেন বাবু হত্যা মামলায় মোহনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে আবারও জেলহাজতে পাঠানো হয়েছে। আজ বুধবার সকালে চাঁদপুরের আমলি আদালতের বিচারক নাজমুল হাসান চৌধুরী এ আদেশ দেন।
এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামিন স্থগিত করলে নিম্ন আদালত কাজী মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গত ১৭ জুন হত্যার ঘটনায় নিহত যুবলীগ কর্মীর ভাই আমির হোসেন কালু ইউপি চেয়ারম্যান কাজী মিজানকে প্রধান আসামি করে ৩১ জনের নামে মতলব উত্তর থানায় মামলা করেন। ওই মামলায় পরদিন ১৮ জুন সকালে কাজী মিজানকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর নিম্ন আদালতে জামিন না পেয়ে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে গত ৩ সেপ্টেম্বর চাঁদপুর কারাগার থেকে মুক্তি পান কাজী মিজান।
মামলার বাদী আমির হোসেন কালু বলেন, মতলব উত্তরের যুবলীগ নেতা মোবারক হোসেন বাবু হত্যা মামলায় প্রধান আসামি কাজী মিজানুর রহমান ওরফে কাজী মিজানকে উচ্চ আদালতের দেওয়া জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ স্থগিতাদেশ দেন।
গত ১২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের জামিন স্থগিতাদেশের কপি চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছেছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী।
এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করার খবরে মামলার ধার্য তারিখে প্রধান আসামি কাজী মিজানুর রহমান আদালতে হাজির হননি।
এর আগে গত ৩১ আগস্ট হাইকোর্ট থেকে কাজী মিজান, কাজী মতিন ও কাজী হাবিব জামিন পেলে ওই দিনই মামলার বাদী ও নিহত বাবুর ভাই আমির হোসেন কালু সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামিন বাতিল চেয়ে আবেদন করেন। আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত কাজী মিজানুর রহমানকে উচ্চ আদালতের দেওয়া জামিনের ওপর আট সপ্তাহের স্থগিতাদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সেলিম মিয়া ও অ্যাডভোকেট আল-আমিন উজ্জ্বল বলেন, ‘উচ্চ আদালতে তথ্য গোপন করে কাজী মিজান জামিনে বের হয়েছিলেন। আমরা বাবু হত্যা মামলায় ন্যায়বিচার প্রত্যাশা করছি।’
রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। সেই সঙ্গে এই হামলা, লুটপাটের ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ
৩১ মিনিট আগেছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্যপদ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ হারানো মতিউর রহমান বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে রিট করেছিলেন। তবে রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ এ আদেশ দেন।
৪৪ মিনিট আগেরোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
২ ঘণ্টা আগেরিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানেরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা...
২ ঘণ্টা আগে