হত্যা মামলায় মতলবের মোহনপুর ইউপি চেয়ারম্যান আবারও কারাগারে

চাঁদপুর ও মতলব উত্তর প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ১৯: ০৭
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১৯: ১৪

চাঁদপুরের মতলব উত্তরে যুবলীগ নেতা মোবারক হোসেন বাবু হত্যা মামলায় মোহনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে আবারও জেলহাজতে পাঠানো হয়েছে। আজ বুধবার সকালে চাঁদপুরের আমলি আদালতের বিচারক নাজমুল হাসান চৌধুরী এ আদেশ দেন।

এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামিন স্থগিত করলে নিম্ন আদালত কাজী মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গত ১৭ জুন হত্যার ঘটনায় নিহত যুবলীগ কর্মীর ভাই আমির হোসেন কালু ইউপি চেয়ারম্যান কাজী মিজানকে প্রধান আসামি করে ৩১ জনের নামে মতলব উত্তর থানায় মামলা করেন। ওই মামলায় পরদিন ১৮ জুন সকালে কাজী মিজানকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর নিম্ন আদালতে জামিন না পেয়ে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে গত ৩ সেপ্টেম্বর চাঁদপুর কারাগার থেকে মুক্তি পান কাজী মিজান।

মামলার বাদী আমির হোসেন কালু বলেন, মতলব উত্তরের যুবলীগ নেতা মোবারক হোসেন বাবু হত্যা মামলায় প্রধান আসামি কাজী মিজানুর রহমান ওরফে কাজী মিজানকে উচ্চ আদালতের দেওয়া জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ স্থগিতাদেশ দেন।

গত ১২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের জামিন স্থগিতাদেশের কপি চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছেছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী।

এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করার খবরে মামলার ধার্য তারিখে প্রধান আসামি কাজী মিজানুর রহমান আদালতে হাজির হননি।

এর আগে গত ৩১ আগস্ট হাইকোর্ট থেকে কাজী মিজান, কাজী মতিন ও কাজী হাবিব জামিন পেলে ওই দিনই মামলার বাদী ও নিহত বাবুর ভাই আমির হোসেন কালু সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামিন বাতিল চেয়ে আবেদন করেন। আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত কাজী মিজানুর রহমানকে উচ্চ আদালতের দেওয়া জামিনের ওপর আট সপ্তাহের স্থগিতাদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সেলিম মিয়া ও অ্যাডভোকেট আল-আমিন উজ্জ্বল বলেন, ‘উচ্চ আদালতে তথ্য গোপন করে কাজী মিজান জামিনে বের হয়েছিলেন। আমরা বাবু হত্যা মামলায় ন্যায়বিচার প্রত্যাশা করছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত