নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। ২০১০ সালে জেলার মিরসরাই থানাধীন মঘাদিয়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ শরিফুর রহমান এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া স্বামী হলেন প্রিয় লাল দাস (৪১)। তাঁর বাড়ি মঘাদিয়া এলাকায়।
কারাদণ্ডাদেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি বলেন, ‘সুজাতা বালা দাসকে হত্যা মামলায় তাঁর স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।’
পিপি ইফতেখার জানান, সুজাতা বালা দাসকে হত্যা মামলা প্রমাণ করতে আদালতে ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়। মামলার শুরু থেকেই আসামি প্রিয় লাল দাস পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।
মামলা থেকে জানা গেছে, ২০১০ সালের মার্চ মাসে প্রিয় লালের সঙ্গে সুজাতার পারিবারিকভাবে বিয়ে হয়। ওই বছর ৮ ডিসেম্বর বিকেলে পারিবারিক কলহের জেরে সুজাতা আত্মহত্যা করেছেন বলে তাঁর বাবা নিতাই চন্দ্র দাসকে খবর দেওয়া হয়। ঘটনাস্থল থেকে মিরসরাই থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়ে দেয়। এই ঘটনায় মিরসরাই থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে চিকিৎসক মতামত দেন-সুজাতাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
২০১১ সালের ১১ এপ্রিল সুজাতার বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন। সেখানে বলা হয়, পারিবারিক কলহের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে প্রিয় লাল স্ত্রী সুজাতাকে গলায় হাত দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে গলায় গামছা দিয়ে পেঁচিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করেন। আজ এই মামলার রায় ঘোষণা করা হলো বলে আদালত থেকে জানা গেছে।
চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। ২০১০ সালে জেলার মিরসরাই থানাধীন মঘাদিয়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ শরিফুর রহমান এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া স্বামী হলেন প্রিয় লাল দাস (৪১)। তাঁর বাড়ি মঘাদিয়া এলাকায়।
কারাদণ্ডাদেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি বলেন, ‘সুজাতা বালা দাসকে হত্যা মামলায় তাঁর স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।’
পিপি ইফতেখার জানান, সুজাতা বালা দাসকে হত্যা মামলা প্রমাণ করতে আদালতে ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়। মামলার শুরু থেকেই আসামি প্রিয় লাল দাস পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।
মামলা থেকে জানা গেছে, ২০১০ সালের মার্চ মাসে প্রিয় লালের সঙ্গে সুজাতার পারিবারিকভাবে বিয়ে হয়। ওই বছর ৮ ডিসেম্বর বিকেলে পারিবারিক কলহের জেরে সুজাতা আত্মহত্যা করেছেন বলে তাঁর বাবা নিতাই চন্দ্র দাসকে খবর দেওয়া হয়। ঘটনাস্থল থেকে মিরসরাই থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়ে দেয়। এই ঘটনায় মিরসরাই থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে চিকিৎসক মতামত দেন-সুজাতাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
২০১১ সালের ১১ এপ্রিল সুজাতার বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন। সেখানে বলা হয়, পারিবারিক কলহের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে প্রিয় লাল স্ত্রী সুজাতাকে গলায় হাত দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে গলায় গামছা দিয়ে পেঁচিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করেন। আজ এই মামলার রায় ঘোষণা করা হলো বলে আদালত থেকে জানা গেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় অপরাধীর বিচারসহ ১১ দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে তালা দেওয়ার পর দাবি পূরণে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বেলা ১টার
৪ মিনিট আগেরাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গাফিলতির কারণে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে বেশ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করলে গতকাল শনিবার তাঁদের ওপর কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী হামলা করে বলে অভিযোগ করা হয়।
১৮ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কের ম্যাকাউ পাখিশালার নেট (জাল) কেটে দুইটি গ্রিন উইং ম্যাকাও পাখি চুরি ঘটনা ঘটেছে। এ ঘটনায় পার্কের পক্ষ থেকে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আজ রোববার পাখি চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক...
৩২ মিনিট আগেড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীর মৃত্যু ও হামলার বিচারের দাবিতে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ঘেরাও করেছে রাজধানীর ৩৫ টির বেশি কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে দেয় এবং নামফলক ভেঙে ফেলে।
৩৬ মিনিট আগে