Ajker Patrika

সংবাদ প্রকাশের পর ইসির সেই জয়নালকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৮: ৪০
সংবাদ প্রকাশের পর ইসির সেই জয়নালকে গ্রেপ্তার

সংবাদ প্রকাশের পর জন্মনিবন্ধন সনদ জালিয়াতি চক্রের সদস্য সেই জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করেছে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। আজ মঙ্গলবার কাউন্টার টেররিজম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দিন। 

গতকাল সোমবার রাতে কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় জয়নালের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে—এ পর্যন্ত জয়নাল জালিয়াতির মাধ্যমে ৫০টির অধিক জন্মনিবন্ধন সনদ তৈরি করেছেন। 

এর আগে ৮-২১ জানুয়ারি পর্যন্ত ৩৮ নম্বর বন্দর ওয়ার্ড, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড, ৪০ নম্বর পতেঙ্গা ওয়ার্ডের সার্ভারে যথাক্রমে ৪০,১০ এবং ৮৪টি ভুয়া জন্মনিবন্ধনের অস্তিত্ব পাওয়া যায়। এ-সংক্রান্ত মহানগরের খুলশী থানাধীন ১৩ নম্বর ওয়ার্ডের (পাহাড়তলী) জন্মনিবন্ধন সহকারী মো. আনোয়ার হোসেন বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা দায়ের করেন। 

পরে ২৩ জানুয়ারি জালিয়াতি চক্রের চার সদস্যকে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে আদালতে তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং তদন্তে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের আলোকে অভিযুক্ত মো. জয়নাল আবেদীনকে (৩৮) কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

জালিয়াতির সঙ্গে জড়িত জয়নাল আবেদীন জিজ্ঞাসাবাদ ও উদ্ধারকৃত মোবাইল ডিভাইস পর্যালোচনার বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত তিনি উল্লেখযোগ্যসংখ্যক ভুয়া/জাল জন্মনিবন্ধন সনদ তৈরি ও বিতরণ করেছেন। তাঁর মতো আরও একাধিক চক্র সারা দেশে রয়েছে। প্রতিটি ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করতে জয়নাল গড়ে ১৫০০-১৮০০ টাকা নিতেন। 

উল্লেখ্য, এর আগে ২৮ জানুয়ারি আজকের পত্রিকায় ‘ইসির সেই জয়নাল এখনো তৎপর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত