মাদকের টাকার জন্য মাকে হত্যা, ছেলে কারাগারে 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

মাদকের টাকা না পেয়ে চট্টগ্রামে নিজের মাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার এ ঘটনায় নিহতের ছেলে ওমর ফারুককে (২৩) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্বামী।

গতকাল রোববার রাতে নগরীর পাহাড়তলী ভেলুয়ার দিঘির উত্তর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রিনা আক্তার (৪০)। তিনি কুমিল্লার বুড়িচং থানার আক্তার হোসেনের স্ত্রী। পেশায় অটোচালক আক্তার হোসেন নগরীতে ভেলুয়ার দিঘি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. মাঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওমর ফারুক একজন মাদকসেবী। ঘটনার দিন সে তার মায়ের কাছে টাকা চেয়েছিল। এ সময় তাঁর মা টাকা দিতে অপারগতা প্রকাশ করায় একপর্যায়ে ছেলে ঘরে থাকা বটি দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।’

তিনি বলেন, ‘ওমর ফারুক এসএসসি পাস করার পর ভাটিয়ারি কলেজে ভর্তির চেষ্টা করে পারেনি। এরপর থেকে সে বেকার জীবন কাটাতে শুরু করে। ২০২০-২১ সালে করোনা মহামারীকালে সে মাদকে আসক্ত হয়ে পড়ে। এরপর থেকে নিয়মিত মাদক সেবনের জন্য মায়ের কাছে টাকা চাইত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত