বান্দরবান প্রতিনিধি
প্রাণনাশের হুমকির অভিযোগে বান্দরবান সদর উপজেলা পরিষদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আলটিমেটাম দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম জাহাঙ্গীর।
আজ সোমবার বান্দরবান শহরের হোটেল প্লাজার কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর বলেন, ‘নির্বাচনে আমাকে প্রাণনাশের দৃশ্যমান ও অদৃশ্যমান হুমকি দেওয়া হচ্ছে। আমার সমর্থনে যারা কাজ করছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি ছয়টি ইউনিয়নে আমি কাজ করতে পারছি না।’
কারা হুমকি দিয়েছে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘সেটা সময় হলে বলে দেব। পরিস্থিতি এখন এমন যে হয়তো নির্বাচন থেকে সরে দাঁড়াব, তখন সব বলব। এখন আপনারা খুঁজে বের করেন বাস্তবতা কী। তবে আমাকে এবং আমার সমর্থনে যারা কাজ করছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে—এ জন্য অনেকে কাজ করতে মাঠে নামতে ভয় পাচ্ছে।’
জানা যায়, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সংবাদ সম্মেলনে স্পষ্ট করে কিছু না জানালেও নিজ দলের নেতা-কর্মীদের ইঙ্গিত করেছেন বলে জানান তাঁর ঘনিষ্ঠ কয়েকজন নেতা। দলের নেতা-কর্মীদের বিরোধিতার কারণে শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে জানান তাঁরা।
এ ছাড়া পাহাড়ে চলমান কেএনএফ সমস্যার কারণে বম অধ্যুষিত কয়েকটি পাড়ার মানুষ এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। তারা ভোটকেন্দ্রে আসবে কি না, সেটি নিয়েও সংশয় প্রকাশ করেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।
প্রাণনাশের হুমকির অভিযোগে বান্দরবান সদর উপজেলা পরিষদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আলটিমেটাম দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম জাহাঙ্গীর।
আজ সোমবার বান্দরবান শহরের হোটেল প্লাজার কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর বলেন, ‘নির্বাচনে আমাকে প্রাণনাশের দৃশ্যমান ও অদৃশ্যমান হুমকি দেওয়া হচ্ছে। আমার সমর্থনে যারা কাজ করছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি ছয়টি ইউনিয়নে আমি কাজ করতে পারছি না।’
কারা হুমকি দিয়েছে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘সেটা সময় হলে বলে দেব। পরিস্থিতি এখন এমন যে হয়তো নির্বাচন থেকে সরে দাঁড়াব, তখন সব বলব। এখন আপনারা খুঁজে বের করেন বাস্তবতা কী। তবে আমাকে এবং আমার সমর্থনে যারা কাজ করছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে—এ জন্য অনেকে কাজ করতে মাঠে নামতে ভয় পাচ্ছে।’
জানা যায়, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সংবাদ সম্মেলনে স্পষ্ট করে কিছু না জানালেও নিজ দলের নেতা-কর্মীদের ইঙ্গিত করেছেন বলে জানান তাঁর ঘনিষ্ঠ কয়েকজন নেতা। দলের নেতা-কর্মীদের বিরোধিতার কারণে শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে জানান তাঁরা।
এ ছাড়া পাহাড়ে চলমান কেএনএফ সমস্যার কারণে বম অধ্যুষিত কয়েকটি পাড়ার মানুষ এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। তারা ভোটকেন্দ্রে আসবে কি না, সেটি নিয়েও সংশয় প্রকাশ করেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।
রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। সেই সঙ্গে এই হামলা, লুটপাটের ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ
৪০ মিনিট আগেছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্যপদ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ হারানো মতিউর রহমান বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে রিট করেছিলেন। তবে রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ এ আদেশ দেন।
১ ঘণ্টা আগেরোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
২ ঘণ্টা আগেরিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানেরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা...
২ ঘণ্টা আগে