Ajker Patrika

পছন্দের প্রতীক পেয়ে খুশি প্রার্থীরা, জমে উঠেছে প্রচারণা

কুমিল্লা প্রতিনিধি
পছন্দের প্রতীক পেয়ে খুশি প্রার্থীরা, জমে উঠেছে প্রচারণা

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। যে সকল প্রতীক পছন্দের তালিকায় একাধিক প্রার্থী ছিল তাঁদের মধ্যে লটারি করে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তবে মেয়র পদে সবাই তাঁদের পছন্দের প্রতীক পেয়েছেন। কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কিছু প্রার্থীর পছন্দের তালিকা এক থাকায় লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তবে প্রতীক পেয়ে খুশি সবাই।

আজ শুক্রবার জেলা শিল্পকলা একাডেমীতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সকাল নয়টা থেকেই প্রার্থীরা তাঁদের সমর্থক নিয়ে জেলা শিল্পকলা একাডেমীতে উপস্থিত হন। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা তাঁদের সমর্থক নিয়ে মিছিল করেন। প্রার্থীদের পাশাপাশি উচ্ছ্বসিত সমর্থকেরাও।

নগরীর শিল্পকলা একাডেমিতে প্রথমে প্রতীক বরাদ্দ দেওয়া হয় মেয়র প্রার্থীদের। মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রতীক (নৌকা) পেয়েছেন আরফানুল হক রিফাত, সদ্য সাবেক কুসিক মেয়র মো. মনিরুল হক সাক্কু স্বতন্ত্র প্রার্থী হয়ে পেয়েছেন টেবিল ঘড়ি, স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল পেয়েছেন হরিণ, স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া এবং ইসলামী আন্দোলনের প্রার্থী রাশেদুল ইসলাম পেয়েছেন হাত পাখা।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রিফাতের নেতা–কর্মীরা শুক্রবার বিকেলে নগরীর বিভিন্ন ওয়ার্ডে মিছিল নিয়ে প্রচারণা শুরু করে। অন্যদিকে সিটি করপোরেশনের সদ্য বিদায়ী মেয়র মো. মনিরুল হক সাক্কু নানুয়া দিঘির পাড়ে নিজ বাসায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সিটির সদর দক্ষিণ উপজেলার ৯টি ওয়ার্ডে গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। এ ছাড়া প্রতিটি ওয়ার্ডে প্রচার শুরু করেছেন কাউন্সিলর প্রার্থীরা।

নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আমির হোসেন বলেন, ‘পছন্দের তালিকায় ঘুড়ি প্রতীক ছিল। অন্য প্রার্থীরও এ প্রতীক পছন্দ করায় লটারি হয়, এতে আমি আমার পছন্দের প্রতীক পেয়ে যাই।’ 

সংরক্ষিত আসন ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী ফারহানা পারভিন বলেন, ‘আমার পছন্দ অনুযায়ী প্রতীক বই পেয়েছি। এতে আমি আনন্দিত।’ 
 
নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, ‘দলীয় প্রতীক নৌকা পেয়েছি। এটা স্বাধীনতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনা ও উন্নয়নের প্রতীক নৌকা এবং রিফাত ভাইয়ের প্রতীক নৌকা।’ 

স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, ‘আমি আমার কাঙ্ক্ষিত প্রতীক টেবিল ঘড়ি পেয়েছি। ২০০৫ সালে কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান হয়েছিলাম এ প্রতীক নিয়ে। এ প্রতীক দিয়েই আমার জনপ্রতিনিধি হওয়ার যাত্রা শুরু হয়।’

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, শান্তিপূর্ণভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। সবাই এতে সহযোগিতা করেছে। এখন থেকে প্রচার প্রচারণা শুরু। সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত