নোয়াখালীতে ডাকাতি প্রস্তুতির সময় গ্রেপ্তার ৯ 

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ০৭
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ২৫

নোয়াখালীর সুবর্ণচরে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা-পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চর আমান উল্যা ইউনিয়নের চর বজলুল করিম এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহিম আজ রোববার দুপুরে চরজব্বার থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মোসলে উদ্দিন (২৩), মারুফ হোসেন হৃদয় (২২), শাহাদাত হোসেন সাগর (২৪), মো. সোহেল (২৫), মো. মিঠু (২৪), মো. রায়হান (২২), মীর সাব্বির (২২), মো. শিমুল (২২) ও নাজমুল ইসলাম (২৫)। তাঁরা বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। 

এ সময় আসামিদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, একটি ধারালো ছুরি, একটি লোহার দা, দুটি গ্রিল কাটার, দুটি লোহার রড, দুটি লোহার পাইপসহ ডাকাতিতে ব্যবহার করা হতো—এমন বিভিন্ন সরঞ্জাম ও একটি পিকআপ জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম বলেন, রাত দেড়টার সময় চরজব্বর থানা এলাকায় টহল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ১২-১৩ জনের একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতির জন্য চর আমান উল্যাহ ইউপির ৫ নম্বর ওয়ার্ড চর বজলুল করিম গ্রামের রফিকের পরিত্যক্ত ফ্যাক্টরির সামনে রাস্তার ওপর জড়ো হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মো. কামাল হোসেন ও পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালান। 

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, ওই সময় ডাকাতি প্রস্তুতির সময় ৯ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের সঙ্গে থাকা অজ্ঞাত তিন-চারজন পালিয়ে যান। আসামিদের ব্যবহৃত একটি নীল রঙের মিনি পিকআপ গাড়িও জব্দ করা হয়। এঁদের মধ্যে মোসলে উদ্দিনের থেকে একটি পিস্তল সদৃশ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। 

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আটককৃত ডাকাতদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি এ অস্ত্র মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত