কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনার ১৮ নম্বর ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও র্যাবের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আরব (২৪), মোহাম্মদ নূরু (৩১), মোহাম্মদ ইউনুছ (৩৩), হারুন (২৮), হাফিজুল আমিন (২৫) ও মো. মীর কাশিম ওরফে হামিদ হোসেন (২২)। তাঁরা সবাই ১৮ নম্বর ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ছালাম চৌধুরী বলেন, ময়নারঘোনা ১৮ নম্বর ক্যাম্পের ব্লক-ই এলাকায় আরসার সশস্ত্র সদস্যরা অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র্যাব ও এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার সক্রিয় ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দেশে তৈরি একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তাঁরা আরসার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনার ১৮ নম্বর ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও র্যাবের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আরব (২৪), মোহাম্মদ নূরু (৩১), মোহাম্মদ ইউনুছ (৩৩), হারুন (২৮), হাফিজুল আমিন (২৫) ও মো. মীর কাশিম ওরফে হামিদ হোসেন (২২)। তাঁরা সবাই ১৮ নম্বর ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ছালাম চৌধুরী বলেন, ময়নারঘোনা ১৮ নম্বর ক্যাম্পের ব্লক-ই এলাকায় আরসার সশস্ত্র সদস্যরা অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র্যাব ও এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার সক্রিয় ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দেশে তৈরি একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তাঁরা আরসার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ১৫ ছাত্রীকে মারধর করা হয়েছে। এ ঘটনায় সহকারী শিক্ষক আজিজুল হকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
৭ মিনিট আগেরাজধানীর গুলশানে দিনে দুপুরে এক ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এরপর ওই ব্যবসায়ীর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছে তারা। অপহৃত ব্যবসায়ীর নাম আইয়ুব খান। তিনি আবাসন ব্যবসায়ের সঙ্গে জড়িত। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গুলশান-২ এর ডিসিসি মার্কেটের সামনে
৮ মিনিট আগেচট্টগ্রামে আদালতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর তাঁর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত রাষ্ট্রপক্ষের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বিষ
১১ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ট্রেজারারের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খান। এই প্রথম বিশ্ববিদ্যালয়ের কোনো গুরুত্বপূর্ন পদে সেনা কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হলো।
৪১ মিনিট আগে