ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে রাফসানা নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাফসানা ওই এলাকার সোহেল রানার মেয়ে। 

পুকুরে ডুবে রাফসানার মৃত্যু হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ তকি। তিনি বলেন, হাসপাতালে আনার অন্তত আধঘণ্টা আগে রাফসানার মৃত্যু হয়। 

রাফসানার পরিবার জানায়, আজ সকালে রাফসানা খেলার ছলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। স্বজনেরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফ মোহাম্মদ তকি তাকে মৃত ঘোষণা করেন। 

ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল হক বলেন, রাফসানা সম্পর্কে আমার নাতনি। আজ সকালে সে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে উদ্ধার করে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। পরে তাকে বাড়িতে এনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ বলেন, ‘আপনাদের কাছে শুনলাম। থানা-পুলিশকে কেউ এ বিষয় জানাননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত