বীর নিবাসের নির্মাণকাজ বন্ধ, ভাঙা ঘরে অপেক্ষায় মুক্তিযোদ্ধা মন্তাজ আলী

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২, ১৫: ০৬
আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৫: ৩৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একজন বীর মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাসের নির্মাণকাজ দেড় মাসের বেশি সময় ধরে বন্ধ আছে। একদিকে নতুন ঘর মেরামতের সামর্থ্য নেই, অন্যদিকে দীর্ঘ সময় ধরে থেমে আছে নতুন ঘর নির্মাণের কাজ। উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা মন্তাজ আলী বেঁচে থাকতে নতুন ঘরে থাকতে পারবেন কি না, তা নিয়ে আশঙ্কা ও দুঃখ প্রকাশ করেছেন।

সরেজমিনে বীর মুক্তিযোদ্ধা মন্তাজ আলীর সঙ্গে দেখা করতে যান আজকের পত্রিকার প্রতিবেদক। তখন বীর নিবাসের অসম্পন্ন অবস্থায় থেমে থাকা কাজের দিকে চেয়ে কাঁদতে শুরু করেন তিনি। বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘মরার আগে বুঝি এ ঘরে থাকতে পারব না! মরা মানুষের মতো আমার ঘরটি টাঙ্গাইয়া রাখছে। নতুন ঘরের আশায় পুরান ঘরও ঠিক করছি না। মেঘ হইলে বৃষ্টি পড়ে। অসুস্থ শরীর নিয়া কই থাকি, কই ঘুমাই!’ 

এ বিষয়ে উপজেলা প্রশাসন ও কয়েকজন এলাকাবাসীর সঙ্গেও কথা হয় প্রতিবেদকের। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এ উপজেলায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ছয়টি আবাসন (বীর নিবাস) নির্মাণের জন্য চলতি বছরের ৭ মার্চ দরপত্র আহ্বান করা হয়। কাজগুলো পায় মেসার্স খন্দকার অ্যান্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারকে চলতি বছরের ১৩ এপ্রিল কার্যাদেশ দেওয়া হয়। চলতি বছরের ২৬ জুনের মধ্যে এই ছয়টি বীর নিবাস নির্মাণ শেষ করার কথা ছিল। প্রতিটি বীর নিবাস নির্মাণের জন্য বরাদ্দ নির্ধারণ করা হয় ১৪ লাখ ১০ হাজার টাকা। 

দেখা যায়, ছয়টির মধ্যে পাঁচটি বীর নিবাসের কাজ প্রায় শেষ পর্যায়ে। কিন্তু বীর মুক্তিযোদ্ধা মন্তাজ আলীর বীর নিবাসের কাজ হয়েছে অর্ধেকের কম। বর্তমানে দেড় মাস ধরে কাজ বন্ধ আছে। নির্ধারিত সময়ের চেয়ে চার মাস সময় অতিবাহিত হলেও সেই কাজের অগ্রগতি নেই। 

দেড় মাস ধরে থেমে রয়েছে বীর নিবাসের নির্মাণকাজবীর মুক্তিযোদ্ধা মন্তাজ আলী আক্ষেপ করে বলেন, ‘ভাঙা ঘরে ঘুমাই। বৃষ্টি আসলে মাথায় পলিথিন দেই। অসুস্থ শরীর! স্বপ্ন ছিল বীর নিবাসে যেন আমার মৃত্যু হয়। শরীরের যে অবস্থা, ভাঙা ঘরেই মৃত্যু হবে। মরার আগে বুঝি এই বীর নিবাসে ঘুমাতে পারব না। একদিন রাজমিস্ত্রি আসলে আরেক দিন আসে না। জুনেই কাজ শেষ হওয়ার কথা ছিল। আজ (শুক্রবার) অক্টোবরের ৭ তারিখ। সাত মাস পার হলো ঘরের কাজ অর্ধেকও হয়নি। আরও ছয় মাস লাগবে ঘরের কাজ শেষ হতে। তত দিন হয়তো আমার হাড়ও মাটির সাথে মিশে যাবে।’ 
 
বীর মুক্তিযোদ্ধা মন্তাজ আলীর স্ত্রী জোসনা বেগম বলেন, ‘ঘরের কাজ শেষ হওয়ার কথা চার মাস আগে। ঠিকাদারের কাজের গতি দেখে মনে হচ্ছে এক বছরেও কাজ শেষ হবে না। আমার স্বামী অসুস্থ। যে কোনো সময় মারা যাইতে পারে। খুব শখ ছিল বীর নিবাসে ঘুমাবেন। মনে হয় না মরার আগে আমার স্বামী এই বীর নিবাসে ঘুমাতে পারবে!’ 

জোসনা বেগম আরও বলেন, ‘দেড় মাস আগে রাজমিস্ত্রিরা বীর নিবাসের নির্মাণকাজ বন্ধ করে দিয়ে চলে যায়। এই কাজে খুবই নিম্নমানের বালু, ইট ও সুরকি ব্যবহার করা হয়েছে। ইট ধরলেই খুলে যায়। পরিমাণের তুলনায় বালু আর সিমেন্ট অনেক কম দিয়েছে। দেড় মাসের বেশি সময় কাজ বন্ধ, এ নিয়ে কারও কোনো মাথাব্যথা নাই।’ 

এ বিষয়ে বীর নিবাসের নির্মাণকাজের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খন্দকার অ্যান্ড ব্রাদার্সের ঠিকাদার শফিকুর রহমানের সঙ্গে কথা হয়। জানতে চাইলে তিনি বলেন, ‘বিল না পেলে কাজ করব কীভাবে। অর্ধেক বিল দেওয়ার কথা ছিল। এখনো এক টাকা পাইনি। টাকা না পেলে ঠিকাদার কাজ করবে কীভাবে? আর তাঁরা যে অভিযোগ করছেন নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। যেটুকু কাজ হয়েছে তাতে মানসম্মত ইট, বালু ও সুরকি ব্যবহার করা হয়েছে।’ 

ঠিকাদার শফিকুর রহমান আরও বলেন, ‘মুক্তিযোদ্ধা পরিবার বীর নিবাসের কাজে আমাদের কোনো সহযোগিতা করছে না। এক বান্ডিল রড ও ১১ বস্তা সিমেন্ট নাই হয়ে গেছে। তা ছাড়া তাঁরা নকশার বাইরে কাজ করতে চান। এটা নিয়মবহির্ভূত। উপজেলা মুক্তিযোদ্ধা নেতাদের সঙ্গে আলোচনা হইছে। উধাও হওয়া রড, সিমেন্টের সুরাহা না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে।’ 

এ বিষয়ে উপজেলা উপসহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন বলেন, ‘বরাদ্দ নাই, তাই কাজ বন্ধ। বরাদ্দ আসলে আবার কাজ শুরু হবে। টাকা ছাড়া তো আর কাজ শুরু করা যাবে না। অপেক্ষা করতে হবে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল বলেন, ‘এতে কান্নার কী আছে! টাকা বরাদ্দ আসবে, ঠিকাদার তো বিল না পেলে কাজ করবে না। ধাপে ধাপে বিল দেবে, ধাপে ধাপে কাজ হবে।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত