Ajker Patrika

কিশোরী ধর্ষণ মামলায় সৎবাবার যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৯: ২৩
কিশোরী ধর্ষণ মামলায় সৎবাবার যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীতে এক কিশোরীকে (১৬) ধর্ষণের মামলায় সৎবাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

আজ রোববার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম ফেরদৌস আরা এই রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত আসামি মো. মজিদের (৪৯) বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ৯ নম্বর ওয়ার্ডে। 

ট্রাইব্যুনালের কৌঁসুলি খন্দকার আরিফুল আলম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই মামলায় আদালত আসামি মো. মজিদকে নারী শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। রায়ের সময় আসামি উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানো হয়। 

মামলা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন মোগলটুলী এলাকায় ভাড়া বাসায় ভুক্তভোগী কিশোরী তার মা ও সৎবাবা মো. মজিদের সঙ্গে থাকত। কিশোরীর মা গৃহকর্মী ও মজিদ পেশায় চালক ছিলেন। কিশোরীর মা কাজের জন্য বাইরে চলে গেলে তার সৎবাবা বিভিন্ন সময় তাকে অশালীন কথাবার্তা বলাসহ কুপ্রস্তাব দিতেন। 

২০১৭ সালে ৯ ডিসেম্বের বাসায় কেউ না থাকার সুযোগে মজিদ ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ সময় ঘটনাটি কাউকে বললে তাকে ও তার মাকে মেরে ফেলার হুমকি দিতেন। এরপর একাধিকবার তাকে ধর্ষণ করেন। ২০১৮ সালে ১ জুন ওই কিশোরী অসুস্থ হওয়ার পর চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি মায়ের কাছে ধরা পড়ে। 

ওই বছরের ২ জুন চট্টগ্রাম নগরীর সদরঘাট থানায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে মজিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। 

খন্দকার আরিফুল আলম বলেন, ২০১৯ সালে ১৯ ফেব্রুয়ারি এই মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত