নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে এক কিশোরীকে (১৬) ধর্ষণের মামলায় সৎবাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ রোববার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম ফেরদৌস আরা এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মো. মজিদের (৪৯) বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ৯ নম্বর ওয়ার্ডে।
ট্রাইব্যুনালের কৌঁসুলি খন্দকার আরিফুল আলম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই মামলায় আদালত আসামি মো. মজিদকে নারী শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। রায়ের সময় আসামি উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন মোগলটুলী এলাকায় ভাড়া বাসায় ভুক্তভোগী কিশোরী তার মা ও সৎবাবা মো. মজিদের সঙ্গে থাকত। কিশোরীর মা গৃহকর্মী ও মজিদ পেশায় চালক ছিলেন। কিশোরীর মা কাজের জন্য বাইরে চলে গেলে তার সৎবাবা বিভিন্ন সময় তাকে অশালীন কথাবার্তা বলাসহ কুপ্রস্তাব দিতেন।
২০১৭ সালে ৯ ডিসেম্বের বাসায় কেউ না থাকার সুযোগে মজিদ ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ সময় ঘটনাটি কাউকে বললে তাকে ও তার মাকে মেরে ফেলার হুমকি দিতেন। এরপর একাধিকবার তাকে ধর্ষণ করেন। ২০১৮ সালে ১ জুন ওই কিশোরী অসুস্থ হওয়ার পর চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি মায়ের কাছে ধরা পড়ে।
ওই বছরের ২ জুন চট্টগ্রাম নগরীর সদরঘাট থানায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে মজিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
খন্দকার আরিফুল আলম বলেন, ২০১৯ সালে ১৯ ফেব্রুয়ারি এই মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু করে।
চট্টগ্রাম নগরীতে এক কিশোরীকে (১৬) ধর্ষণের মামলায় সৎবাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ রোববার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম ফেরদৌস আরা এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মো. মজিদের (৪৯) বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ৯ নম্বর ওয়ার্ডে।
ট্রাইব্যুনালের কৌঁসুলি খন্দকার আরিফুল আলম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই মামলায় আদালত আসামি মো. মজিদকে নারী শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। রায়ের সময় আসামি উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন মোগলটুলী এলাকায় ভাড়া বাসায় ভুক্তভোগী কিশোরী তার মা ও সৎবাবা মো. মজিদের সঙ্গে থাকত। কিশোরীর মা গৃহকর্মী ও মজিদ পেশায় চালক ছিলেন। কিশোরীর মা কাজের জন্য বাইরে চলে গেলে তার সৎবাবা বিভিন্ন সময় তাকে অশালীন কথাবার্তা বলাসহ কুপ্রস্তাব দিতেন।
২০১৭ সালে ৯ ডিসেম্বের বাসায় কেউ না থাকার সুযোগে মজিদ ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ সময় ঘটনাটি কাউকে বললে তাকে ও তার মাকে মেরে ফেলার হুমকি দিতেন। এরপর একাধিকবার তাকে ধর্ষণ করেন। ২০১৮ সালে ১ জুন ওই কিশোরী অসুস্থ হওয়ার পর চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি মায়ের কাছে ধরা পড়ে।
ওই বছরের ২ জুন চট্টগ্রাম নগরীর সদরঘাট থানায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে মজিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
খন্দকার আরিফুল আলম বলেন, ২০১৯ সালে ১৯ ফেব্রুয়ারি এই মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু করে।
বরগুনার তালতলীতে তরমুজচাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে তরমুজচাষি রাকিব ভদ্দর বাদী হয়ে তালতলী থানায় শহীদুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
৫ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধনে তাঁরা এ অভিযোগ করেন।
১০ মিনিট আগেপদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে একজন সিনিয়র সহকারী সচিব ও দুই সার্ভেয়ারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁদের বিরুদ্ধে ভূমি মালিকদের ক্ষতিপূরণের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে...
২৭ মিনিট আগেকুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় গোমতী নদীর চর থেকে মাটি কাটার অভিযোগে সাতটি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বুধবার ভোররাত ৬টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এই অভিযান চালান।
৩৫ মিনিট আগে