Ajker Patrika

খাগড়াছড়িতে দ্বিতীয় দিনের মতো চলছে অবরোধ, সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল 

খাগড়াছড়ি সংবাদদাতা
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৫৪
খাগড়াছড়িতে দ্বিতীয় দিনের মতো চলছে অবরোধ, সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল 

‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা’র ডাকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ চলছে পার্বত্য তিন জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে। আজ রোববার অবরোধে দ্বিতীয় দিনেও খাগড়াছড়ির সঙ্গে সারা দেশের সড়কযোগাযোগ বন্ধ রয়েছে। 

তবে বাস চলাচল না করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা যায়। 

এদিকে ঢাকায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার আয়োজিত সমাবেশ থেকে ঘোষিত তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

আজ রোববার সকালে জেলার বিভিন্ন উপজেলায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন সমর্থনকারীরা। তবে অবরোধকে কেন্দ্র করে এখনো কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। শহরের বিভিন্ন সড়কে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল চোখে পড়ে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খাগড়াছড়ির রাস্তায় একটা-দুটো অটোরিকশা দেখা গেছে। ছবি: আজকের পত্রিকাখাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের ম্যানেজার সুমন বলেন, ‘এক দিন অবরোধে আমাদের সারা দেশের সঙ্গে শতাধিক বাস চলাচল বন্ধ রয়েছে। এতে এক দিনে ২০ লাখ টাকার ক্ষতি হয়। একটি বাসে চালকসহ তিনজন হিসাব করলে ১০০ বাসের ৩০০ মানুষ এখন বেকার। অবরোধ আমাদের ব্যাপক ক্ষতি করে।’

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবির টহল জোরদার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত