নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ডিজিএফআই পরিচয়ে রাষ্ট্রায়ত্ত যমুনা ওয়েল কোম্পানির সাবেক এমডির বাসাসহ একটি ভবনে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১২ জনের মধ্যে চারজনকে আবার দুদিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম।
চট্টগ্রাম মহানগর আদালতের পুলিশের জিআরও শাখার এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
আবারও রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—ওয়াজেদ রাকিব (৩৬), মো. হোসেন (৪০), মো. রোকন (৩৯) ও মো. মহিউদ্দিন (৪৫)।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে এই চারজনসহ মোট ১২ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের আদালতে হাজির করে পুলিশ। এ সময় দুই আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন বলে আদালতে প্রচার হয়। তবে শেষ পর্যন্ত তাঁরা জবানবন্দি দেননি। পরে মামলার তদন্ত কর্মকর্তা ওই দুজনসহ চারজনকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে চার আসামির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন কাজী শরীফুল ইসলামের আদালত। বাকি আট আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন—রুবেল হোসেন (২৫), আব্দুস সবুর (৩৭), ইয়াকুব (৩৫), মোজাহের আলম (৫৫), হারুন আর রশীদ (৪১), ওসমান (২৪), আব্দুল মান্নান (৩৫) ও শওকত আকবর ইমন (২৮)।
গত ২৪ জানুয়ারি রাতে ডিজিএফআই পরিচয়ে নগরীর অভিজাত আবাসিক এলাকা দক্ষিণ খুলশীতে ভবনের নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে একটি ভবনে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির বিষয়টি টের পেয়ে ফ্ল্যাটের বাসিন্দারা ১২ জনকে ভবনের ভেতর আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের থানায় নিয়ে যায়। পরদিন ২৫ জানুয়ারি ওই ভবনের বাসিন্দা ও যমুনা ওয়েলের সাবেক এমডি গিয়াস উদ্দিন আনসারী বাদী হয়ে খুলশী থানায় আটক ১২ জনসহ মোট ২০ জনের নামে ও অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আদালত ১২ জনকে তিন দিন করে রিমান্ডে দিয়েছিলেন।
আটকদের মধ্যে বিদেশ ফেরত, সাবেক ব্যাংকার, সামরিক বাহিনীর সদস্য, বালু সরবরাহকারী ও দোকানের কর্মচারী রয়েছে। এ ছাড়া তেমন কোনো বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।
চট্টগ্রামে ডিজিএফআই পরিচয়ে রাষ্ট্রায়ত্ত যমুনা ওয়েল কোম্পানির সাবেক এমডির বাসাসহ একটি ভবনে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১২ জনের মধ্যে চারজনকে আবার দুদিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম।
চট্টগ্রাম মহানগর আদালতের পুলিশের জিআরও শাখার এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
আবারও রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—ওয়াজেদ রাকিব (৩৬), মো. হোসেন (৪০), মো. রোকন (৩৯) ও মো. মহিউদ্দিন (৪৫)।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে এই চারজনসহ মোট ১২ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের আদালতে হাজির করে পুলিশ। এ সময় দুই আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন বলে আদালতে প্রচার হয়। তবে শেষ পর্যন্ত তাঁরা জবানবন্দি দেননি। পরে মামলার তদন্ত কর্মকর্তা ওই দুজনসহ চারজনকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে চার আসামির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন কাজী শরীফুল ইসলামের আদালত। বাকি আট আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন—রুবেল হোসেন (২৫), আব্দুস সবুর (৩৭), ইয়াকুব (৩৫), মোজাহের আলম (৫৫), হারুন আর রশীদ (৪১), ওসমান (২৪), আব্দুল মান্নান (৩৫) ও শওকত আকবর ইমন (২৮)।
গত ২৪ জানুয়ারি রাতে ডিজিএফআই পরিচয়ে নগরীর অভিজাত আবাসিক এলাকা দক্ষিণ খুলশীতে ভবনের নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে একটি ভবনে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির বিষয়টি টের পেয়ে ফ্ল্যাটের বাসিন্দারা ১২ জনকে ভবনের ভেতর আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের থানায় নিয়ে যায়। পরদিন ২৫ জানুয়ারি ওই ভবনের বাসিন্দা ও যমুনা ওয়েলের সাবেক এমডি গিয়াস উদ্দিন আনসারী বাদী হয়ে খুলশী থানায় আটক ১২ জনসহ মোট ২০ জনের নামে ও অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আদালত ১২ জনকে তিন দিন করে রিমান্ডে দিয়েছিলেন।
আটকদের মধ্যে বিদেশ ফেরত, সাবেক ব্যাংকার, সামরিক বাহিনীর সদস্য, বালু সরবরাহকারী ও দোকানের কর্মচারী রয়েছে। এ ছাড়া তেমন কোনো বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।
মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর ১৬টি প্রতিরক্ষা বাঁধসহ অন্যান্য ছোট নদীর অসংখ্য বাঁধ ভেঙে গত বছর জেলায় চার দফা বন্যা হয়েছে। বন্যায় ফসল ও ঘরবাড়ি হারিয়েছে হাজারো মানুষ। পানিবন্দী হয়ে পড়ে প্রায় চার লাখ মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ৬০০ কোটি টাকার অধিক। এত কিছুর পরও জেলার অন্যতম প্রধান দুই নদীর প্রতিরক্ষা...
৫ মিনিট আগেপার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৈসাবি ঘিরে পাহাড়ে উৎসবের আমেজ শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ি শহরের নারানখাইয়া এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের মাঠে ফিতা কেটে চার দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান...
১৬ মিনিট আগেচলছে চৈত্রের দাবদাহ। বাজারে কদর বেড়েছে রসাল ফল আনারসের। বিশেষ করে কদর বেড়েছে খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ে উৎপাদিত আনারসের। কিন্তু আগেভাগে বাজারজাত করা এবং বেশি মুনাফার আশায় আনারসে মাত্রাতিরিক্ত ইথোফেন হরমোন প্রয়োগ করছেন চাষিরা। এতে স্বাস্থ্যঝুঁকির শঙ্কা তৈরি হয়েছে। তবে কৃষিবিদদের দাবি, পরিপক্ব ফল...
২০ মিনিট আগেরাজধানীর পল্লবী থানার কালশী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় ওপর থেকে নিচে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁরা দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
১ ঘণ্টা আগে