নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ডিজিএফআই পরিচয়ে রাষ্ট্রায়ত্ত যমুনা ওয়েল কোম্পানির সাবেক এমডির বাসাসহ একটি ভবনে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১২ জনের মধ্যে চারজনকে আবার দুদিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম।
চট্টগ্রাম মহানগর আদালতের পুলিশের জিআরও শাখার এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
আবারও রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—ওয়াজেদ রাকিব (৩৬), মো. হোসেন (৪০), মো. রোকন (৩৯) ও মো. মহিউদ্দিন (৪৫)।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে এই চারজনসহ মোট ১২ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের আদালতে হাজির করে পুলিশ। এ সময় দুই আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন বলে আদালতে প্রচার হয়। তবে শেষ পর্যন্ত তাঁরা জবানবন্দি দেননি। পরে মামলার তদন্ত কর্মকর্তা ওই দুজনসহ চারজনকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে চার আসামির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন কাজী শরীফুল ইসলামের আদালত। বাকি আট আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন—রুবেল হোসেন (২৫), আব্দুস সবুর (৩৭), ইয়াকুব (৩৫), মোজাহের আলম (৫৫), হারুন আর রশীদ (৪১), ওসমান (২৪), আব্দুল মান্নান (৩৫) ও শওকত আকবর ইমন (২৮)।
গত ২৪ জানুয়ারি রাতে ডিজিএফআই পরিচয়ে নগরীর অভিজাত আবাসিক এলাকা দক্ষিণ খুলশীতে ভবনের নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে একটি ভবনে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির বিষয়টি টের পেয়ে ফ্ল্যাটের বাসিন্দারা ১২ জনকে ভবনের ভেতর আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের থানায় নিয়ে যায়। পরদিন ২৫ জানুয়ারি ওই ভবনের বাসিন্দা ও যমুনা ওয়েলের সাবেক এমডি গিয়াস উদ্দিন আনসারী বাদী হয়ে খুলশী থানায় আটক ১২ জনসহ মোট ২০ জনের নামে ও অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আদালত ১২ জনকে তিন দিন করে রিমান্ডে দিয়েছিলেন।
আটকদের মধ্যে বিদেশ ফেরত, সাবেক ব্যাংকার, সামরিক বাহিনীর সদস্য, বালু সরবরাহকারী ও দোকানের কর্মচারী রয়েছে। এ ছাড়া তেমন কোনো বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।
চট্টগ্রামে ডিজিএফআই পরিচয়ে রাষ্ট্রায়ত্ত যমুনা ওয়েল কোম্পানির সাবেক এমডির বাসাসহ একটি ভবনে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১২ জনের মধ্যে চারজনকে আবার দুদিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম।
চট্টগ্রাম মহানগর আদালতের পুলিশের জিআরও শাখার এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
আবারও রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—ওয়াজেদ রাকিব (৩৬), মো. হোসেন (৪০), মো. রোকন (৩৯) ও মো. মহিউদ্দিন (৪৫)।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে এই চারজনসহ মোট ১২ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের আদালতে হাজির করে পুলিশ। এ সময় দুই আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন বলে আদালতে প্রচার হয়। তবে শেষ পর্যন্ত তাঁরা জবানবন্দি দেননি। পরে মামলার তদন্ত কর্মকর্তা ওই দুজনসহ চারজনকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে চার আসামির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন কাজী শরীফুল ইসলামের আদালত। বাকি আট আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন—রুবেল হোসেন (২৫), আব্দুস সবুর (৩৭), ইয়াকুব (৩৫), মোজাহের আলম (৫৫), হারুন আর রশীদ (৪১), ওসমান (২৪), আব্দুল মান্নান (৩৫) ও শওকত আকবর ইমন (২৮)।
গত ২৪ জানুয়ারি রাতে ডিজিএফআই পরিচয়ে নগরীর অভিজাত আবাসিক এলাকা দক্ষিণ খুলশীতে ভবনের নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে একটি ভবনে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির বিষয়টি টের পেয়ে ফ্ল্যাটের বাসিন্দারা ১২ জনকে ভবনের ভেতর আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের থানায় নিয়ে যায়। পরদিন ২৫ জানুয়ারি ওই ভবনের বাসিন্দা ও যমুনা ওয়েলের সাবেক এমডি গিয়াস উদ্দিন আনসারী বাদী হয়ে খুলশী থানায় আটক ১২ জনসহ মোট ২০ জনের নামে ও অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আদালত ১২ জনকে তিন দিন করে রিমান্ডে দিয়েছিলেন।
আটকদের মধ্যে বিদেশ ফেরত, সাবেক ব্যাংকার, সামরিক বাহিনীর সদস্য, বালু সরবরাহকারী ও দোকানের কর্মচারী রয়েছে। এ ছাড়া তেমন কোনো বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।
জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁয় যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। রাতে সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোয় চেকপোস্ট বসানো হচ্ছে এবং একযোগে টহল পরিচালনা করা হচ্ছে।
২০ মিনিট আগেরাজধানীর ডেমরায় সড়কে প্রাচীর নির্মাণ নিয়ে যুবদলের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ডগাইর নতুনপাড়া কালু ভূঁইয়া রোডের রাইজিং সান স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের হিসাব সহকারী ও কাম ক্যাশিয়ার অলোক কুমার নন্দীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩১ মিনিট আগেঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় ছুরিকাঘাতে সীমা আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আমবাগিচা ছোট মসজিদের পেছনে দাউদ ভবনের গলিতে এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে