Ajker Patrika

রাজধানীর কালশী ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর পল্লবী থানার কালশী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় ওপর থেকে নিচে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁরা দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মোটরসাইকেলে দুই তরুণ ছিলেন। ফ্লাইওভারে ওঠার সময় তাঁদের বাইকের সঙ্গে একটি টয়োটা সিএইচআর মডেলের গাড়ির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও পেছনে বসা তরুণ অন্তত ২৫ ফুট নিচে সড়কে পড়ে যান। পথচারীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

এ দুর্ঘটনায় মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত