Ajker Patrika

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে প্রধান উপদেষ্টার প্রতিনিধিদল

কক্সবাজার প্রতিনিধি
উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে প্রধান উপদেষ্টার প্রতিনিধিদল। ছবি: আজকের পত্রিকা
উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে প্রধান উপদেষ্টার প্রতিনিধিদল। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের রোহিঙ্গা সমস্যা বিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধিদল। আজ শুক্রবার দিনব্যাপী প্রতিনিধিদলটি উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ও আন্তর্জাতিক দাতা সংস্থার নানা কার্যক্রম পরিদর্শন করে।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল ড. খলিলুর রহমানের (উপদেষ্টা পদমর্যাদার) নেতৃত্বে রোহিঙ্গা শিবির পরিদর্শন করে।

পরিদর্শনে প্রতিনিধি দলের সদস্যরা বিশ্বখাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার শপ, ডেটা কার্ডের মাধ্যমে রেশন সংগ্রহের কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং অন্যান্য কার্যক্রম ঘুরে দেখেন। এর পর তাঁরা রোহিঙ্গা ক্যাম্প-২০-এর এম/ ২৪ ব্লকের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত কার্যক্রম পরিদর্শন করেন।

প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট সিআইসি অফিসসংলগ্ন ওয়াচ টাওয়ার থেকে ক্যাম্পের সার্বিক দৃশ্য অবলোকন করেন। বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক থেকে মিয়ানমার সীমান্ত এলাকা ঘুরে দেখেন।

প্রতিনিধিদলটি সন্ধ্যায় উখিয়া কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর পরিচালিত লাইভলি হোল্ড প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করে। এ সময় রোহিঙ্গা শরণার্থীদের কারিগরি প্রশিক্ষণ এবং বিভিন্ন হস্তশিল্পের কাজ ঘুরে দেখে উখিয়া থেকে কক্সবাজার ফেরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত