নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনের সদ্য সাবেক ব্যুরোপ্রধান রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে আজকের পত্রিকার ব্যুরোপ্রধান সবুর শুভ বিজয়ী হয়েছেন।
গতকাল শনিবার (২৫ জানুয়ারি) দিনভর ভোট গ্রহণ শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটি তাঁদের বিজয়ী হিসেবে ঘোষণা করে।
রিয়াজ হায়দার চৌধুরী ২৩০ ভোটে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট পান ১৫৮টি।
আর সাধারণ সম্পাদক পদে সবুর শুভ ১৯৫ ভোটে নির্বাচিত হয়েছেন। ১৬৪ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হামিদ উল্লাহ।
এ ছাড়া সিনিয়র সহসভাপতি পদে দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সিনিয়র সহসম্পাদক স ম ইব্রাহিম, সহসভাপতি পদে কালবেলার ব্যুরোপ্রধান সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার ওমর ফারুক, অর্থ সম্পাদক পদে বাংলানিউজের সিনিয়র ফটোজার্নালিস্ট সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো ইনচার্জ সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলানিউজের স্টাফ রিপোর্টার মিনহাজুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে ডেইলি টাইমসের ব্যুরোপ্রধান আহসান হাবিবুল আলম নির্বাচিত হয়েছেন।
এর আগে গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। ৪৪৫ জন সদস্যের মধ্যে ৩৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ৯ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ২১ জন প্রার্থী।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনের সদ্য সাবেক ব্যুরোপ্রধান রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে আজকের পত্রিকার ব্যুরোপ্রধান সবুর শুভ বিজয়ী হয়েছেন।
গতকাল শনিবার (২৫ জানুয়ারি) দিনভর ভোট গ্রহণ শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটি তাঁদের বিজয়ী হিসেবে ঘোষণা করে।
রিয়াজ হায়দার চৌধুরী ২৩০ ভোটে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট পান ১৫৮টি।
আর সাধারণ সম্পাদক পদে সবুর শুভ ১৯৫ ভোটে নির্বাচিত হয়েছেন। ১৬৪ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হামিদ উল্লাহ।
এ ছাড়া সিনিয়র সহসভাপতি পদে দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সিনিয়র সহসম্পাদক স ম ইব্রাহিম, সহসভাপতি পদে কালবেলার ব্যুরোপ্রধান সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার ওমর ফারুক, অর্থ সম্পাদক পদে বাংলানিউজের সিনিয়র ফটোজার্নালিস্ট সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো ইনচার্জ সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলানিউজের স্টাফ রিপোর্টার মিনহাজুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে ডেইলি টাইমসের ব্যুরোপ্রধান আহসান হাবিবুল আলম নির্বাচিত হয়েছেন।
এর আগে গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। ৪৪৫ জন সদস্যের মধ্যে ৩৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ৯ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ২১ জন প্রার্থী।
রংপুরের পীরগঞ্জে ২৭০ জন প্রতিবন্ধীর ৬ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা আত্মসাতের চেষ্টা চালানো হয়েছিল। পরে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মধ্যে জানাজানি হলে ওই টাকা আত্মসাতে ব্যর্থ হন জড়িত ব্যক্তিরা। তবে ঘটনার চার মাসেও ভাতাভোগীরা টাকা ফেরত পাননি বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার বর্জ্যব্যবস্থাপনার জমি ক্রয়ে সাবেক মেয়র গোলাম কবিরের বিরুদ্ধে ৫০ লাখ টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি মূল্যে কেনা জমির প্রকৃত মূল্য না দিয়ে জমির দাতাকে মাত্র ১০ লাখ টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করা হয়।
৭ ঘণ্টা আগেকারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল ও খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন পলাতক হয়েছেন। হাজিরার দিনে আদালতে অনুপস্থিত থাকায় ইতিমধ্যে পলাতক হিসেবে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গোয়েন্দা সূত্র বলেছে, আরও কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর মতো...
৭ ঘণ্টা আগেরাজধানীর কলাবাগান এলাকা থেকে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) টাইটাস হিল্লোল রেমার (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বাসা থেকে কলাবাগান থানা–পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি বেশ কিছুদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন।
৮ ঘণ্টা আগে