Ajker Patrika

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ, সম্পাদক সবুর

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সাধারণ সম্পাদক সবুর শুভ ও সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত
সাধারণ সম্পাদক সবুর শুভ ও সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনের সদ্য সাবেক ব্যুরোপ্রধান রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে আজকের পত্রিকার ব্যুরোপ্রধান সবুর শুভ বিজয়ী হয়েছেন।

গতকাল শনিবার (২৫ জানুয়ারি) দিনভর ভোট গ্রহণ শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটি তাঁদের বিজয়ী হিসেবে ঘোষণা করে।

রিয়াজ হায়দার চৌধুরী ২৩০ ভোটে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট পান ১৫৮টি।

আর সাধারণ সম্পাদক পদে সবুর শুভ ১৯৫ ভোটে নির্বাচিত হয়েছেন। ১৬৪ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হামিদ উল্লাহ।

এ ছাড়া সিনিয়র সহসভাপতি পদে দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সিনিয়র সহসম্পাদক স ম ইব্রাহিম, সহসভাপতি পদে কালবেলার ব্যুরোপ্রধান সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার ওমর ফারুক, অর্থ সম্পাদক পদে বাংলানিউজের সিনিয়র ফটোজার্নালিস্ট সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো ইনচার্জ সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলানিউজের স্টাফ রিপোর্টার মিনহাজুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে ডেইলি টাইমসের ব্যুরোপ্রধান আহসান হাবিবুল আলম নির্বাচিত হয়েছেন।

এর আগে গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। ৪৪৫ জন সদস্যের মধ্যে ৩৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ৯ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ২১ জন প্রার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত