Ajker Patrika

সেই মিনুর দুই সন্তানের দায়িত্ব নিল কেএসআরএম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সেই মিনুর দুই সন্তানের দায়িত্ব নিল কেএসআরএম

অন্যের হয়ে জেল খাটা মিনু আক্তারের দুই এতিম সন্তান ইয়াসিন (১২) ও গোলাপের (৯) পড়ালেখা ও ভরণপোষণের দায়িত্ব নিল দেশের অন্যতম ইস্পাত নির্মাণ শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম। কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত ওই দুই সন্তানের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাতের আগ্রহের কথা এরইমধ্যে জেলা প্রশাসককে জানানো হয়েছে।

কেএসআরএমের এমন উদারতা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার উল্লেখ করে মিনু আক্তারের আইনজীবী গোলাম মাওলা মুরাদ বলেন, এর মাধ্যমে মিনুর দুই এতিম ছেলে বেঁচে থাকার নিরাপদ অবলম্বন খুঁজে পেল।

প্রসঙ্গত, মিনু আক্তারের স্বামী আগেই তাকে ছেড়ে চলে যায়। তিন সন্তানের ভরণপোষণের আশ্বাসে মিনু আক্তার প্রায় তিন বছর অন্যের হয়ে জেল খাটেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মিনু গত ১৬ জুন কারাগার থেকে মুক্তি পান। কারামুক্তির ১৩ দিনের মাথায় গত ২৮ জুন রহস্যজনক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত