কাপ্তাইয়ে ৯০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ, জরিমানা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২২, ১২: ২৫
আপডেট : ২৯ জুন ২০২২, ১৪: ০৫

রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি মাছবাজারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৯০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে এই মাছ বিক্রির অপরাধে একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মুনতাসির জাহান এ জরিমানা করেন। পরে জব্দ করা মাছ কাপ্তাই উপজেলার চারটি এতিমখানায় বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমান। কাপ্তাই থানার একদল পুলিশ সদস্য এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ সকালে বড়ইছড়ি বাজারে মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচার চালান ইউএনও মুনতাসির জাহান। এ সময় ২০০ পথচারীর মধ্যে মাস্ক বিতরণ করেন তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত