ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে। উদ্বোধনের দেড় বছরের মাথায় দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টির সময় ছাদ থেকে পানি চুঁইয়ে পড়ে।
মসজিদ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার আবিদুর রেজা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে ১৫ কোটি টাকা ব্যয়ে প্রায় ৪৩ শতক জমির ওপরে মডেল মসজিদ নির্মিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাস্তবায়নে গণপূর্ত বিভাগের আওতায় মসজিদটি নির্মাণকারী প্রতিষ্ঠানটি নকশা অনুযায়ী কাজ সমাপ্ত করে প্রশাসনের কাছে হস্তান্তর করে। ২০২৩ সালের ১৬ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মসজিদের উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরেজমিনে জানা গেছে, মসজিদের বিভিন্ন স্থানে নির্মাণত্রুটি দেখা যাচ্ছে। উদ্বোধনের দেড় বছর না পেরোতেই মসজিদের তৃতীয় ও দ্বিতীয় তলায় পেছনের দেয়ালে পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টিতে ছাদ দিয়ে চুঁইয়ে চুঁইয়ে পানি পড়ছে। ছাদে পানি জমে থাকে। টয়লেটের ফিটিংসে ত্রুটি দেখা দেওয়ায় পানি বের হচ্ছে। ঠিকমতো পানি প্রবাহিত হয় না টয়লেটে। অল্প বৃষ্টি হলেও দোতলায় পানি পড়ে, নামাজ পড়া যায় না। মসজিদের মিনার ও গম্বুজের বাল্ব লাগানো হয়নি। বিভিন্ন অংশে কয়েকটি বাল্ব লাগানো হলেও কয়েক মাস পর আর জ্বলে না। এমনকি ছয় মাসের মেরামতের কথা থাকলেও তা করা হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, মসজিদ নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এই অবস্থা হয়েছে।
অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আজিজ অ্যান্ড ব্রাদার্সের মালিক আজিজুর রহমান বলেন, সমস্যাগুলো আমরা জানতে পেরেছি। দ্রুত মেরামত করে দেওয়া হবে।
মসজিদের বিভিন্ন সমস্যার কথা জানিয়ে ইমেইল করা হয় গণপূর্ত অধিদপ্তরের চাঁদপুর জেলার উপসহকারী প্রকৌশলী মো. ফিরোজ আহমেদকে। কিন্তু এ বিষয়ে তাঁর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, দ্রুত মসজিদ পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে। উদ্বোধনের দেড় বছরের মাথায় দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টির সময় ছাদ থেকে পানি চুঁইয়ে পড়ে।
মসজিদ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার আবিদুর রেজা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে ১৫ কোটি টাকা ব্যয়ে প্রায় ৪৩ শতক জমির ওপরে মডেল মসজিদ নির্মিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাস্তবায়নে গণপূর্ত বিভাগের আওতায় মসজিদটি নির্মাণকারী প্রতিষ্ঠানটি নকশা অনুযায়ী কাজ সমাপ্ত করে প্রশাসনের কাছে হস্তান্তর করে। ২০২৩ সালের ১৬ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মসজিদের উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরেজমিনে জানা গেছে, মসজিদের বিভিন্ন স্থানে নির্মাণত্রুটি দেখা যাচ্ছে। উদ্বোধনের দেড় বছর না পেরোতেই মসজিদের তৃতীয় ও দ্বিতীয় তলায় পেছনের দেয়ালে পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টিতে ছাদ দিয়ে চুঁইয়ে চুঁইয়ে পানি পড়ছে। ছাদে পানি জমে থাকে। টয়লেটের ফিটিংসে ত্রুটি দেখা দেওয়ায় পানি বের হচ্ছে। ঠিকমতো পানি প্রবাহিত হয় না টয়লেটে। অল্প বৃষ্টি হলেও দোতলায় পানি পড়ে, নামাজ পড়া যায় না। মসজিদের মিনার ও গম্বুজের বাল্ব লাগানো হয়নি। বিভিন্ন অংশে কয়েকটি বাল্ব লাগানো হলেও কয়েক মাস পর আর জ্বলে না। এমনকি ছয় মাসের মেরামতের কথা থাকলেও তা করা হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, মসজিদ নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এই অবস্থা হয়েছে।
অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আজিজ অ্যান্ড ব্রাদার্সের মালিক আজিজুর রহমান বলেন, সমস্যাগুলো আমরা জানতে পেরেছি। দ্রুত মেরামত করে দেওয়া হবে।
মসজিদের বিভিন্ন সমস্যার কথা জানিয়ে ইমেইল করা হয় গণপূর্ত অধিদপ্তরের চাঁদপুর জেলার উপসহকারী প্রকৌশলী মো. ফিরোজ আহমেদকে। কিন্তু এ বিষয়ে তাঁর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, দ্রুত মসজিদ পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যত রকম আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যায়, তা-ই করছে সরকার।
৩ মিনিট আগেঝিনাইদহ সদরের বাতপুকুরিয়া গ্রামে পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংক থেকে রফিকুল ইসলাম রুবেল (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীরের মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহন ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজ
১৭ মিনিট আগেমিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনা থেকে পণ্যবাহী তিনটি কার্গো ছিনিয়ে নিয়ে গেছে আরাকান আর্মি। নাফ নদের নাইক্ষ্যংদিয়ায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তল্লাশির কথা বলে কার্গোগুলো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। আজ শনিবার বিকেল পর্যন্ত জাহাজগুলো ছাড়েনি তারা।
২১ মিনিট আগে