Ajker Patrika

কর্ণফুলীর পুলিশ বক্সে আগুন ও ভাঙচুরের মামলায় আসামি ৬০০ 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১৫: ৪৯
কর্ণফুলীর পুলিশ বক্সে আগুন ও ভাঙচুরের মামলায় আসামি ৬০০ 

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জেরটেক মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে আগুন ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত ৬০০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

গত রোববার কর্ণফুলী থানার (এসআই) মুহাম্মদ নুর ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন। 

পুলিশ ও মামলার এজাহারে জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের খবরে ওই দিন একটি সংঘবদ্ধ জনতা মিছিলসহ সিএমপির কর্ণফুলী থানার মইজ্জেরটেক পুলিশ চেকপোস্ট ও ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। 

এ ছাড়া চেকপোস্টে হামলা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে পুলিশ বক্সে অগ্নিসংযোগ চালিয়ে লুটপাটের মাধ্যমে সরকারি মালামাল ও যানবাহন চুরি করা হয়েছে। এতে ৪১ লাখ ৫০ হাজার টাকার লুণ্ঠন (চোরাই মূল্য) ও ভাঙচুর করে ক্ষতি করা হয়েছে আনুমানিক আরও ৫ লাখ টাকার। 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘মামলাটি তদন্ত করা হচ্ছে। আইন অনুযায়ী ব্যবস্থা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত